1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মন বুঝতে চায় ফেসবুক

৩০ সেপ্টেম্বর ২০১৩

ফেসবুক শীঘ্রই সম্ভবত আপনার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত নেবে৷ অন্তত সেরকম চেষ্টাই এখন চলছে৷ আপনার মনের ভাষা বুঝতে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটটি তৈরি করেছে বিশেষ সিস্টেম৷

https://p.dw.com/p/19qcJ
ছবি: dapd

আটজন বিশেষজ্ঞের একটি দল গড়েছে ফেসবুক৷ তাদের কাজ হচ্ছে ফেসবুকে পোস্টদাতার মনের ভাষা বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ একটি সিস্টেম তৈরি করা৷ অনেকটা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে এই কৃত্রিম পদ্ধতি৷ কাজটি মোটেই সহজ নয়৷ তবে চেষ্টা চলছে৷

ফেসবুক চাচ্ছে একজন ব্যবহারকারীর বিভিন্ন পোস্ট যেমন স্ট্যাটাস, ছবি, ভিডিও ইত্যাদি বিবেচনা করে তাঁর মনের ভাব বুঝতে৷ এরপর সে অনুযায়ী, তাঁর সঙ্গে ব্যবহার করবে ফেসবুক৷ প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্রোফার এই বিষয়ে বলেন, ‘‘ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড আরো আধুনিক এবং স্মার্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ বর্তমানে একজন ব্যক্তির নিউজ ফিডে দেড় হাজারের মতো পোস্ট প্রদর্শন করা হয়৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যক্তির মনোভাব বোঝা সম্ভব হলে এই নিউজ ফিডে পোস্টের সংখ্যা ৩০ থেকে ৬০ এর মধ্যে নিয়ে আসা সম্ভব হবে৷''

শুধু নিউজ ফিড ঢেলে সাজানোই নয় আরো অনেক কাজেই ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সিস্টেম৷ এমআইটি টেকনোলজি রিভিউকে স্রোফার জানিয়েছেন, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ছবি সাজানোর কাজেও এই সিস্টেম সহায়তা করবে৷ বিশেষ করে ব্যবহারকারীর কোন ছবি কার নিউজ ফিডে প্রদর্শন করা উচিত আর কার ফিডে প্রদর্শন উচিত নয় – তাও বুঝতে পারবে ফেসবুক৷ পাশাপাশি বিভিন্ন ফেসবুক অ্যাপস তৈরির ক্ষেত্রে কাজে লাগবে এই সিস্টেম৷

বলাবাহুল্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার ক্ষেত্রে ফেসবুক প্রথম নয়৷ গুগল ব্রেইন প্রজেক্ট শিরোনামে গুগল ইতোমধ্যে এ ধরনের গবেষণায় নাম লিখিয়েছে৷ আর তাৎক্ষণিক ভাষান্তরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছে মাইক্রোসফট৷ শুধু তাই নয়, চীনের জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি বাইডুও ফেসবুকের মতো তাদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চাচ্ছে৷

এদিকে, ফেসবুক সম্প্রতি স্ট্যাটাস সম্পাদনার সুযোগ করে দিয়েছে৷ এখন চাইলে একজন ব্যবহারকারী তাঁর নিজের লেখা স্ট্যাটাস পরবর্তীতে সম্পাদনা করতে পারবেন৷ এজন্য স্ট্যাটাসের ডানদিকে থাকা তীর চিহ্নের উপর ক্লিক করে ‘এডিট' অপশনটি বেছে নিতে হবে৷

এআই/ডিজি (ডিজিটালট্রেন্ডস ডটকম, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য