1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুয়ের্টো রিকোর পতাকা দিয়ে তৈরি পোশাক পরায় হয়রানি

১০ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রের সরকার নিয়ন্ত্রিত একটি এলাকা পুয়ের্টো রিকো৷ সেখানকার এক নারী যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের এক পার্কে পুয়ের্টো রিকোর পতাকা দিয়ে তৈরি পোশাক পরায় হয়রানির শিকার হয়েছেন৷

https://p.dw.com/p/317db
New York Protest Krise Puerto Rico Staatsbankrott
ছবি: picture-alliance/dpa/J. Lane

একজন বয়স্ক শ্বেতাঙ্গ ব্যক্তি ঐ নারীর কাছে জানতে চান, তিনি কেন অ্যামেরিকায় পুয়ের্টো রিকোর পতাকা দিয়ে তৈরি পোশাক পরে আছেন? উত্তরে মিয়া ইরিজ্যারি নামের ঐ নারীকে বলতে শোনা যায়, ‘‘কারণ, আমি পারি৷'' এরপর ঐ নারী বলেন, যুক্তরাষ্ট্র পুয়ের্টো রিকোকে নিজেদের মনে করে৷ কিন্তু ঐ ব্যক্তি বলেন, ‘‘আমরা পুয়ের্টো রিকোকে নিজেদের মনে করি না৷ আপনি কি শিক্ষিত?'' ঘটনার সময় ইরিজ্যারি পাশে দাঁড়ানো এক পুলিশ কর্মকর্তার সহায়তা চেয়েও পাননি৷

ঘটনাটি ঘটেছে গত মাসে৷ তবে শুক্রবার এর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করা হয়৷

এই ঘটনায় পুয়ের্টো রিকোর গভর্নর ইরিজ্যারির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ঐ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন৷

জেডএইচ/এসিবি (টাইম, হাফিংটন পোস্ট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য