1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুসান উৎসব

১৩ অক্টোবর ২০১২

দক্ষিণ কোরিয়ায় পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী পর্বে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ালেন বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী৷ তাঁর ‘টেলিভিশন’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো পুসান উৎসব৷

https://p.dw.com/p/16PVX
A woman takes pictures of banners advertising the Busan International Film Festival at Busan Cinema Center in Busan, South Korea, Wednesday, Oct. 3, 2012. Along with the now inevitable galaxy of stars promoting blockbusters from across Asia, this year's Busan International Film Festival will screen a North Korean film for the first time in almost a decade as well as six classic Afghan movies that were hidden in a wall to save them from the Taliban. (Foto:Ahn Young-joon/AP/dapd)
ছবি: dapd

তবে ১৭তম পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার জয় করেছে যৌথভাবে থাই ও লেবাননের দু'টি ছবি৷ উৎসবের সেরা পুরস্কার ‘নতুন ধারা'র বিচারক মণ্ডলী থাই পরিচালক নাওয়াপোল থামরোঙ্গরাত্তানারিতের ছবি ‘ছত্রিশ' সম্পর্কে বলেছেন, এটি ‘উত্তেজনাপূর্ণ'৷ আর লেবাননি পরিচালক মারিয়াম নাজাফির ছবি ‘কায়ান' সম্পর্কে তাঁদের মন্তব্য, এটি ‘অত্যন্ত দরদ দিয়ে তৈরি'৷ ছবি দু'টি পাচ্ছে ৩০ হাজার ডলার করে সম্মানী৷ উল্লেখ্য, পুসান উৎসবে দু'টি ছবিকে প্রথম পুরস্কার দেওয়া হয় এবং সাধারণত প্রথম কিংবা দ্বিতীয় ছবি নির্মাতাদের এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়৷

নাওয়াপোল তাঁর ছবিটি নির্মাণে খরচ করেছেন মাত্র ২০ হাজার ডলার এবং তিনি তাঁর ছবিতে প্রধান উপজীব্য করেছেন ৩৬টি স্থির ছবি৷ এই ছবিগুলোর উপর ভিত্তি করে এক তরুণী তাঁর স্মৃতির জগতকে সাজানোর চেষ্টা করেছেন৷ স্বনামধন্য হাঙ্গেরিয়ান পরিচালক বেলা টারের নেতৃত্বাধীন বিচারকমণ্ডলী ‘ছত্রিশ' শিরোনামের ছবিটিতে ‘নিজের চলচ্চিত্র ভাষা' সৃষ্টির জন্য পরিচালক নাওয়াপোলের ভূয়সী প্রশংসা করেছেন৷ এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘‘তাঁর ছবিটিতে উত্তেজনাপূর্ণ, শৈল্পিক, মিতব্যয়ী ধারায় গল্প দাঁড় করানো হয়েছে এবং অপ্রয়োজনীয় একটি শব্দও ছবিটিতে নেই৷'৷

In this image made out of film "Comrade Kim Goes Flying" released on Wednesday, Oct. 3, 2012 by Busan International Film Festival, Comrade Kim Yong Mi played by Han Jong Sim smiles as she wears a coal miner's helmet. Along with the now inevitable galaxy of stars promoting blockbusters from across Asia, this year’s Busan International Film Festival will screen the North Korean film for the first time in almost a decade as well as six classic Afghan movies that were hidden in a wall to save them from a radical Taliban regime that banned most entertainment. (Foto:Busan International Film Festival/AP/dapd)
পুসান চলচ্চিত্রের একটি ছবির অভিনেত্রী হান জং সিমছবি: Busan International Film Festival/AP/dapd

আর নিজের ছবি সম্পর্কে নাওয়াপোল জানিয়েছেন, ‘‘সর্বপ্রথম আমি মাত্র ২০ জন দর্শকের সামনে একটি সম্মেলন কক্ষে ছবিটি প্রদর্শন করি৷ এরপরই আমাকে পুসান উৎসবে আমন্ত্রণ করে সম্মানিত করা হয়৷ আমার ছবিটিতে দেখানো হয়েছে যে, মানুষ কতো ভিন্ন ভিন্ন রূপে জীবন যাপন করে৷''

অন্যদিকে, লেবাননি পরিচালক নাজাফি তাঁর প্রথম ছবিটিতে তুলে ধরেছেন প্রবাসে নিজের ব্যবসায় এবং পরিবার নিয়ে এক লেবাননি নারীর টানাপোড়েনের কাহিনী৷ এতে নাজাফি আবেগ-অনুভূতি থেকে শুরু করে একজন নারীর নতুন জীবনসংগ্রামের প্রতিচ্ছবি এবং বিশ্লেষণ সন্নিবিষ্ট করেছেন৷

পুসান উৎসবের আয়োজকরা বলছেন, এবারের ১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবে প্রায় দুই লাখ বিশ হাজার দর্শনার্থী হাজির হয়েছিলেন, যা আগে কখনও হয়নি৷ এছাড়া এবারের উৎসবে ৭৫টি দেশ থেকে ৩০৪টি ছবি প্রদর্শিত হয়েছে৷ এগুলোর মধ্যে আন্তর্জাতি মহরত হয়েছে ৯৩টি ছবির৷

এএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য