1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরানো দিল্লির সংকীর্ণ গলিতে ঘুরেছেন ভেস্টারভেলে

২৪ অক্টোবর ২০১০

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে তাঁর সাম্প্রতিক ভারত সফরে দু’দেশের অভিন্ন মূল্যবোধের কথা জোর দিয়ে বলেছেন৷ বলেছেন পারস্পরিক সহযোগিতার কথা৷ ভারতে তাঁর প্রথম সফর নিয়ে জার্মান পত্রপত্রিকাগুলো সরব৷

https://p.dw.com/p/PmGo
দিল্লিতে এক অনুষ্ঠানে ভেস্টারভেলেছবি: AP

মিউনিখ থেকে প্রকাশিত দৈনিক স্যুদডয়চে সাইটুং লিখছে: ভারতকে ভেস্টারভেলে ‘‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র'' বলে উল্লেখ করেছেন একাধিকবার৷ একই সঙ্গে তাঁর কর্মকালের প্রথম বছরেই ভারত সফরে আসাটা তাঁর জন্য যে গুরুত্বপূর্ণ, সেকথাও তিনি বারবার জোর দিয়ে বলেছেন, পুরানো দিল্লির সংকীর্ণ গলিতে ঘুরেছেন ভেস্টারভেলে, জুতোমোজা খুলে, কমলা রং-এর কাপড় দিয়ে মাথা ঢেকে একটি শিখ মন্দিরে ঢোকেন৷ একটি ফটোতে দেখা যায়, মন্ত্রী হাঁটু গেড়ে বসে এক বৃদ্ধের কাছ থেকে আচার অনুষ্ঠানের ব্যাখ্যা শুনছেন৷ এভাবে দেরিতে হলেও এমন এক ভেস্টারভেলের ছবি পাওয়া গেছে যিনি একটি দেশ ও তার মানুষ সম্পর্কে এবং তাঁর কাজ সম্পর্কে আগ্রহী৷

ভারত জার্মানি দু'দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে খুব সম্প্রতি৷ এই প্রেক্ষাপটে ভেস্টারভেলে নিরাপত্তা পরিষদে ভারতীয়দের সঙ্গে ‘‘ঘনিষ্ঠতম সহযোগিতার'' কথা বলেছেন জোরেশোরে৷ জানিয়েছেন, জাতিসংঘের প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্য পূরণের কাজ দুই দেশ একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে৷ জার্মানিতে ‘মুল্টিকুল্টি' অর্থাৎ কিনা মালটিকালচারিজম ব্যর্থ, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের এরকম বক্তব্য নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে৷ ভারতে এসম্পর্কিত এক প্রশ্নের মুখোমুখি হন ভেস্টারভেলে৷ জার্মান পত্রিকায় তার বিশদ উল্লেখ লক্ষ্য করা গেছে৷

দৈনিক ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং লিখছে: আঙ্গেলা ম্যর্কেলের বক্তব্য এমন এক ঢেউ তুলেছে, যা পৌঁছে গেছে ভারত পর্যন্ত৷ গান্ধী ভবনে বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, ‘‘যারা জার্মানিতে বসবাস করছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা, তারা আমাদের মূল্যবোধগুলো সম্মান করবেন এবং নিজেদের সম্পৃক্ত করার ব্যাপারে সক্রিয় হবেন৷'' তিনি একই সঙ্গে একথাও বলেন যে, জার্মানি হল এক খোলামেলা দেশ এবং অবশ্যই ভারতীয়দের জন্যও৷

ডি ভেল্ট পত্রিকা জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের আলোকে লিখছে যে, ভেস্টারভেলের কাছে ভারত সংশ্লিষ্ট অঞ্চলে শুধু স্থিতিস্থাপকই নয়, জার্মানির কাছে এক কৌশলী সহযোগীও৷ ভারতের সাংস্কৃতিক বহুত্ব সম্পর্কে ব্যাপক আগ্রহের প্রকাশ ঘটিয়ে এবং উপমহাদেশের এই দেশটিতে তিন দিন সফর করে অর্থনীতি ও বিশ্বরাজনীতির ক্ষেত্রে দ্রুত অগ্রসরমান ঐ স্বাগতিক দেশের প্রতি তাঁর শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটিয়েছেন ভেস্টারভেলে৷

ভাষান্তর: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ