1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরাতন ১০০ ওয়াটের বাল্ব নিষিদ্ধ হচ্ছে ইউরোপে

৩১ আগস্ট ২০০৯

বাড়িতে আলোর প্রয়োজনে পুরনো প্রযুক্তির ১০০ ওয়াটের বাল্ব আর নয়৷ তার বদলে ব্যবহার করতে হবে নতুন প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব৷ আর তাই আগামী ১ সেপ্টেম্বর থেকে ইউরোপের বাজারে নিষিদ্ধ হচ্ছে ১০০ ওয়াটের বাল্ব৷

https://p.dw.com/p/JLvB
ফাইল ফটোছবি: PA/dpa

ইউরোপীয় ইউনিয়নের দাবি, ১০০ ওয়াটের এসব বাল্ব পুরাতন প্রযুক্তির এবং এগুলোর পেছনে বিদ্যুতও খরচ হয় বেশি৷ আর তাই এসব বাল্ব বাজারে নিষিদ্ধ করা হচ্ছে৷ একই প্রযুক্তির কম ওয়াটের বাল্বগুলোও পর্যায়ক্রমে বাজার থেকে তুলে নেয়া হবে বলে জানিয়েছে ইইউ৷

নতুন প্রযুক্তির, বিশেষত সিএফএল বাল্বগুলো নাকি বিদ্যুৎ বাঁচায় ৮০ শতাংশেরও বেশি৷ একইসঙ্গে পরিবেশ বান্ধবও এগুলো৷ ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, পরিবেশ রক্ষায় কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতেও সহায়ক হবে নতুন প্রযুক্তির বাল্ব৷

ইউরোপের ভোক্তাদের সংস্থা বিইইউসি পুরনো প্রযুক্তির বাল্বকে বিদায় জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই উদ্যোগের ফলে ভোক্তারা আর্থিকভাবে লাভবান হবে, তবে তারচেয়েও বড় বিষয় হচ্ছে এরফলে জ্বালানি শক্তি উন্নয়নে অবদান রাখার সুযোগ পাবে সাধারণ মানুষ৷

তবে নতুন প্রযুক্তির বাল্বে পারদমিশ্রিত পদার্থের পরিমাণ বেশি থাকায় তা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি৷

প্রসঙ্গত, বর্তমানে ইউরোপের ৮৫ শতাংশ বাড়িতে বাড়তি বিদ্যুৎ খরচ হয়, এমন পুরনো প্রযুক্তির বাল্ব ব্যবহার করা হচ্ছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক