1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিরিয়ড কুসংস্কার দূর করতে প্রশিক্ষণ

পায়েল সামন্ত কলকাতা
১৫ মার্চ ২০১৮

নারীদের পিরিয়ড নিয়ে ছুতমার্গের শেষ নেই৷ এ সমস্যা সমাধানে ব্রতী হয়েছেন মার্কিন মহিলা মেগান নোরিন৷ এপ্রিলেই তাঁর ‘ডিভাইন ফ্লো’ ওয়েবসাইটের উদ্বোধন৷ সেখানে মিলবে পিরিয়ড সংক্রান্ত নানা সমস্যার সমাধান৷

https://p.dw.com/p/2uMbk
Indien | Megan Norin | Divine Flow
ছবি: DW/Payel Samanta

প্রচার আর সচেতনতা যতই বাড়ানো হোক না কেন, ভেতরে সেই ঢাক গুড়গুড় রয়েই যায়৷ বিষয়ের নাম ‘মহিলাদের মাসিক' যে! ‘প্যাডম্যান' সিনেমার দৌলতে স্যানিটারি প্যাড নিয়ে বিস্তর প্রচার আর সচেতনতা তৈরি হয়েছে৷ ঢেউ আছড়ে পড়েছে বঙ্গেও৷ রাজ্য সরকার তো এবার রাজ্যের সমস্ত মহিলা কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসাতে চলেছে৷ অবশ্য বেসরকারি উদ্যোগে কলকাতার ৩০টি কলেজে এমন ব্যবস্থা আছে৷ জেলাস্তরেও বসছে মাসিক নিয়ে খোলামেলা আলোচনা সভা৷ কিন্তু তা সত্ত্বেও সমস্যার শেষ নেই যেন৷ পর্যাপ্ত স্যানিটারি প্যাডের অভাব ছাড়াও সমস্যা রয়েছে অনেক৷ ঋতু চলাকালীন কতক্ষণ একটা প্যাড ব্যবহার করা উচিত? খাদ্যাভ্যাস পরিবর্তন, সাঁতার কাটা বা সাইকেল চালানো উচিত, নাকি উচিত নয়? এসব হাজারো প্রশ্নের উত্তর যথাযথ জানাই তো সমস্যা৷

‘পাছে লোকে কিছু বলে' মানসিকতায় পুষ্ট তৃতীয় বিশ্বে কে-ই বা কাকে জিজ্ঞেস করবে! সাগর দত্ত হাসপাতালের মহিলা চিকিৎসক হাসি দাশগুপ্ত একবাক্যে মেনে নিলেন এই সমস্যার কথা৷ বললেন, ‘‘সত্যিই তো সে অর্থে খোলামেলাভাবে এমন আলোচনা করার সুযোগ নেই৷ সমস্যা গুরুতর না হলে কে আর শুধু ডাক্তারের কাছে যেতে চান? কয়েকটা টোটকা আর সংস্কার ছাড়া বৈজ্ঞানিকভাবে কিছু জানারও উপায় নেই৷ দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এই প্র্যাকটিসটাই নেই৷''

মহিলাদের পিরিয়ড নিয়ে এখন সরব হয়েছে বলিউড৷ প্যাড নিয়ে চ্যালেঞ্জ ছোঁড়াছুঁড়িও হচ্ছে৷ কিন্তু এসবের থেকে দূরে, অলক্ষ্যে গত চার-পাঁচ বছর ধরে মহিলাদের ওই বিশেষ দিনগুলোর সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছিলেন প্রথম বিশ্বের এক মহিলা, মেগান নোরিন৷ তা-ও ভারতের মতো উন্নয়নশীল দেশে! সংস্কারবদ্ধ মাসিক সমস্যা নিয়ে তাঁর প্রথম লড়াই ছিল পরিবেশবান্ধব ন্যাপকিন তৈরি দিয়ে৷ কিন্তু লড়াই এখানেই শেষ নয়৷ এবার সারা বিশ্বের মহিলাদের সুরক্ষিত করার দায় নিচ্ছেন৷ কীভাবে? গ্লোবাল দুনিয়ায় হাতের ক্লিকে মিলবে পিরিয়ড সমস্যার অনলাইন সমাধান৷ পিরিয়ড নিয়ে ফ্রি কোচিংয়েরও দুনিয়া এবার খুলল বলে!

না, বিশ্বে ‘ডিভাইন ফ্লো'-ই প্রথম পিরিয়ডের অনলাইন কোচিংয়ের জায়গা নয়৷ রয়েছে অ্যামেরিকার উইম্যান নারিশমেন্ট, ইংল্যান্ডের রেড স্কুল৷ তবে ভারতে এমন উদ্যোগ প্রথমবার৷ চিকিৎসক হাসি দাশগুপ্ত সাধুবাদ জানিয়েছেন এই চেষ্টাকে৷ বললেন, ‘‘এমনটা করতে পারলে তো খুবই ভালো হয়৷ সংস্কারের ভয়ে অনেকে সমস্যা এড়িয়ে চলেন দিনের পর দিন৷ এতেই ক্যানসারের মতো রোগ বাড়ে৷ খোলামেলা আলোচনার সুযোগ থাকলে সুরক্ষা নেওয়া সহজ হবেই তো!''  

কলকাতার বেশ কয়েকটি স্কুল-কলেজের ছাত্রীরাও ডয়চে ভেলেকে একই অভিযোগ জানালেন৷ তাঁদের মতে, সমাজের মতো পরিবারেও পিরিয়ড নিয়ে লুকোচুরির রেওয়াজ চলে৷ দমদম মতিঝিল স্কুলের প্রিয়াঙ্কা সাহা বলল, ‘‘বাড়িতে অভিভাবকরাও পিরিয়ডের মতো শরীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে বেশি কিছু বলতে চায় না৷ ফলে আমাদের পক্ষে ছোট-বড় সমস্যা সমাধানের ক্ষেত্রে অসুবিধা হয় প্রচুর৷ পিরিয়ডের জন্য এমন ওয়েবসাইট এলে তো খুবই ভালো হবে৷''

‘ভারতের মতো অ্যামেরিকাতেও প্রচুর ট্যাবু পিরিয়ড নিয়ে’

২০১০ সালে একটি মার্কিন সংস্থার হয়ে অঞ্চলভিত্তিক উন্নয়নের সমীক্ষা করতে কলকাতায় এসেছিলেন মেগান৷ তারপরেই জড়িয়ে গেছেন মহিলাদের উন্নয়নের কাজে৷ ২০১৪-র ৩১ ডিসেম্বর কলকাতায় ‘সমতা উইম্যান কেয়ার' সংস্থা তৈরি করে মহিলাদের সুরক্ষিত করার দায় নিয়েছেন তিনি৷ কয়েক বছরে শহর ও শহরতলিতে অনেক আলোচনাসভা করেছেন৷ মেয়েদের মধ্যে ঋতুকালীন সুখ-দুঃখের কথা বলেছেন৷ বুঝেছেন শুধুমাত্র কয়েকটা আলোচনাসভা করে সচেতনতা তৈরি করা যাবে না৷ করতে হবে আরও বড় কিছু৷ সেটা বুঝে এবার ইন্টারনেটে সব মেয়ের কাছে পৌঁছে যেতে চান মেগান৷ তাই ‘ডিভাইন ফ্লো'-র ভাবনা৷

মার্কিন দেশের মহিলা হয়ে তৃতীয় বিশ্বের ট্যাবু সম্পর্কে ধারণা হলো কীভাবে? মেগান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ভারতের মতো অ্যামেরিকাতেও প্রচুর ট্যাবু পিরিয়ড নিয়ে৷ এদেশে পিরিয়ড হলে পুজোআর্চা, চুলখোলা, রান্নাঘরে যাওয়া নিষেধ৷ ওদেশেও পরিয়ড নিয়ে খোলামেলা কথা বলা যায় না৷ সবাই এ ব্যাপারে চুপ৷''

দক্ষিণ ভারতের অরুণাচলম মুরুগন্থনম যত্রতত্র সস্তায় ন্যাপকিন তৈরির যন্ত্র বসিয়ে, নিজে সেগুলো বিলি করে ট্যাবুর ভিত ধসিয়ে দিয়েছেন৷ এই উপমহাদেশে জগদ্দল সংস্কারকে চ্যালেঞ্জ দিয়ে ‘ডিভাইন ফ্লো'-তে লগ ইন করলেই অনলাইন ভিডিও কোচিংয়ের দরজা খুলে যাবে৷ স্কাইপ বা জুমের মাধ্যমে যে কোনও দেশের মহিলারা কথা বলতে পারবেন তাঁদের সমস্যা নিয়ে৷ তাঁদের ক্লাস নেবেন মেগান ও তাঁর সহযোগীরা৷ চিকিৎসকদের সঙ্গে কথাও বলিয়ে দেবেন মেগানের পারিষদ৷ মিলবে পিরিয়ড সংক্রান্ত বই, যোগাভ্যাসের লাইভ পরামর্শ৷ ওয়েবে থাকছে ডান্স থেরাপি৷ ওয়েবের সোল মিউজিং ব্লগে মহিলাদের একান্ত আপন কথাগুলো বিলিয়ে দেওয়া যাবে অনায়াসে৷ মাসে একবার করে ১৫-২০ জন মহিলাকে নিয়ে পিরিয়ডের সমস্যা নিয়ে বৈঠকও বসবে বলে জানা গেল৷

ডয়চে ভেলের সঙ্গে কথা বলতে বলতে মেগান নোরিনের চোখেমুখে আত্মবিশ্বাস ফুটে উঠছিল৷ বলছিলেন, মেয়েরা তাদের নিজেদের শরীর চিনুক, জানুক, স্বচ্ছন্দ হোক তার শরীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে৷ নিঃশব্দে না, এবার কথা হবে জোরদার৷ ‘‘ইয়েস, ইয়েস, ইয়েস৷ সিচ্যুয়েশন উইল বি চেঞ্জড৷ অবস্থার পরিবর্তন হবেই৷'' পশ্চিমবঙ্গের মেগানের গলায় আত্মবিশ্বাসের সুর ততক্ষণে ছাপিয়ে গিয়েছে ট্যাবু নিয়ে বলিউডের সমস্ত প্রচার আর চ্যালেঞ্জকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য