1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পার্কের মালিকের উপর সিংহের হামলা

৩ মে ২০১৮

দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যের মালিকের উপর সেখানকার এক সিংহ হামলা চালিয়েছিল৷ পরে ঐ ব্যক্তিকে বাঁচাতে সিংহটিকে গুলি করে হত্যা করা হয়৷

https://p.dw.com/p/2x6QE
Löwen in Afrika
ছবি: Getty Images/C. Spencer

৭১ বছর বয়সি ব্রিটিশ নাগরিক মাইক হজ ‘মারাকেলে পশু অভয়ারণ্য'র মালিক৷ শনিবার তিনি সাম্বা নামের ঐ সিংহটি যেখানে রাখা ছিল সেখানে অন্যরকম গন্ধ পেয়ে ঢুকেছিলেন৷ সেই সময় সিংহটি তাঁর উপর হামলা চালায়৷

ঐ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ এতে দেখা যাচ্ছে, সিংহটি হজকে পেছন থেকে এসে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে৷ ঐ দৃশ্য থেকে দর্শকদের মধ্যে একজনকে হতবম্ব হয়ে কাঁদতেও শোনা গেছে৷

একপর্যায়ে গুলির শব্দ পাওয়া যায়৷ এরপর হজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এখন তিনি সুস্থ আছেন বলে জানা গেছে৷

এইচআই/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য