1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাগলা ঘোড়াটাকে দেখছে লক্ষ লক্ষ মানুষ

১৫ ফেব্রুয়ারি ২০১৭

ঘোড়াটা আসলেই পাগল গোছের৷ নইলে পিঠে যে তরুণী ছিল, তাকে ছুঁড়ে ফেলে এভাবে ছোটে? এমন পাগলা ঘোড়াটিকেই দেখছেন লক্ষ লক্ষ মানুষ৷

https://p.dw.com/p/2XcBA
ছবি: imago/Frank Sorge

ড্রেসেজের একটা প্রতিযোগিতা চলছিল৷ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়৷ তবু ঘোড়াটি সবার নজর কেড়েছে৷ ঘোড়দৌড় মানেই তো উদ্দাম গতি৷ ঘোড়াটি অবশ্য গতির জন্য নজর কাড়েনি৷ সবাই তাকে দেখছে পাগলামির জন্য৷

সেই তরুণী ঘোড়াটিকে নিয়ে দিব্যি ছুটছিলেন৷ হঠাৎ ঘোড়ার মনে হলো, পিঠের বোঝাটা না থাকলে আরো জোরে ছোটা যাবে৷ সঙ্গে সঙ্গে বোঝা,অর্থাৎ জ্বলজ্যান্ত এক নারীকে পিঠ থেকে ঝেড়ে ফেলে দিলো সে৷

ফেলে দিয়েই আরো জোরে ছুটতে শুরু করল৷ ড্রেসেজের সব নিয়ম মেনেই ছুটছিল ঘোড়াটি৷ তার মালকিন এসে থামানোর অনেক চেষ্টা করেছে৷ কিন্তু তাতে কোনো কাজ হয়নি৷ যতক্ষণ পর্যন্ত না তার মন ভরেছে, ততক্ষণ পূর্ণ গতিতে ছুটেছে ঘোড়াটি৷ তার এই পাগলামি দেখে অনেকে তখন হেসেছেন, এখনো অনেকেই দেখছেন এবং হাসছেন৷

দুই বছরে ১৩ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি৷

এসিবি/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য