1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান: ‘‘সন্ত্রাসবাদীদের দেশ থেকে বিদায় করব’’

সঞ্জীব বর্মন৪ মার্চ ২০০৯

লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর পলাতক সন্ত্রাসবাদীদের আটক করতে অভিযান চলছে৷ প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রেহমান মালিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন৷

https://p.dw.com/p/H5AD
ঘটনাস্থলে ১০টি একে ৪৭, দুটি রকেট গ্রেনেড লঞ্চার, ৩২টি গ্রেনেড ও প্লাস্টিক বিস্ফোরক ফেলে গেছে সন্ত্রাসীরা৷ছবি: AP

প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে তুলে পাকিস্তানে মঙ্গলবারের ঘটনার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ পলাতক সন্ত্রাসবাদীদের সন্ধানে বুধবার নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু হয়ে গেছে৷ প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রেহমান মালিক বলেছেন, পাকিস্তানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে৷ তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘‘ধৈর্য ধরুন, আমরা সন্ত্রাসবাদীদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করব৷’’ পাঞ্জাব প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে৷ তবে তাদের মধ্যে হামলাকারীরা রয়েছে কি না, তিনি সেবিষয়ে কিছু জানান নি৷ ঘটনাস্থল থেকে পাওয়া অস্ত্রশস্ত্র সাংবাদিকদের দেখানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে ১০টি একে ৪৭, দুটি রকেট গ্রেনেড লঞ্চার, ৩২টি গ্রেনেড ও প্লাস্টিক বিস্ফোরক৷ পুলিশ প্রধান খুয়াজা খালিদ ফারুক বলেন, হামলাকারীরা সম্পূর্ণ প্রস্তুতির সঙ্গে এসেছিল৷

Pakistan Rehman Malik Advisor
রেহমান মালিক বলেন, পাকিস্তানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছেছবি: Abdul Sabooh

মুম্বই হামলার সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি লাহোরেও হামলা চালিয়েছে বলে পাঞ্জাব প্রদেশের গভর্নর সলমান তাসির প্রথমে যে মন্তব্য করেছিলেন, পরে তিনি তা শুধরে নেন৷ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ভারতের মত কোনো ব্যক্তিকে হামলার জন্য দায়ী করছি না৷ আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন৷

এদিকে পাকিস্তানের লাহোরে মঙ্গলবার শ্রীলঙ্কার ক্রিকেট টিমের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এক বিশেষ বিমানে করে খেলোয়াড়দের কলম্বোয় ফিরিয়ে আনা হয়েছে৷ আহত খেলোয়াড় সহ টিমের সবাইকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পাকিস্তান থেকে রওনা হওয়ার আগে দলের ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনে তাঁদের বাস চালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ সন্ত্রাসবাদীদের হামলার মুখে তিনি যেভাবে মাথা ঠাণ্ডা রেখে বাস চালিয়ে গেছেন, তা না করলে খেলোয়াড়দের প্রাণহানি হতে পারত, বলেন জয়বর্ধনে৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবারের ঐ হামলা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ আগামী সপ্তাহে ইউরোপে ন্যাটো সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জোটসঙ্গীদের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবেন বলে জানা গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান