1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল

১৩ মে ২০১১

বিপুল ভোটে জিতে ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট৷ পরিবর্তনের ঝড়ে যেন উড়ে গেল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট৷ ভারতের স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে ‘জায়ান্ট কিলার’ হিসাবে আবির্ভূত হলেন - মমতা বন্দ্যোপাধ্যায়৷

https://p.dw.com/p/11FHI
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: DW

শুক্রবার দুপুর একটা৷ রাজভবনে রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ আনুষ্ঠানিকভাবে শেষ হল পশ্চিমবঙ্গে গত ৩৪ বছরের বামফ্রন্ট শাসন৷ বিভিন্ন বুথফেরত জনমত সমীক্ষার ফলাফলে আগেই আভাস পাওয়া গিয়েছিল যে প্রত্যাবর্তন নয়, এবার পরিবর্তন ঘটতে চলেছে রাজ্যে৷ কিন্তু সেই পরিবর্তনের হাওয়া যে এমন প্রবল ঝড় হয়ে বামফ্রন্টকে একেবারে সমূলে উচ্ছেদ করবে, সেটা সম্ভবত বাম নেতা-কর্মীরা অতি দুঃস্বপ্নেও ভাবেননি৷ এমনকি খোদ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লজ্জাজনক হার হল৷ জনাদেশ এভাবেই বুঝিয়ে দিল, গত সাড়ে তিন দশকে শাসক বাম জোট কী তীব্র বিতৃষ্ণা তৈরি করেছিল মানুষের মনের মধ্যে৷

এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল দক্ষিণ কলকাতার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে৷ হাজির হয়েছিল দেশি-বিদেশি সংবাদমাধ্যম৷ সকাল আটটায় ভোটগণনা শুরু হতেই পরিষ্কার হয়ে যায়, জনতার রায় কোন দিকে যাচ্ছে৷ দুপুর ১২টায় দলীয় কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাস আর শঙ্খধ্বনির মধ্যে প্রথমবার ঘরের বাইরে আসেন মমতা৷ ততক্ষণে তাঁর কাছে অভিনন্দন জানিয়ে ফোন চলে এসেছে প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ নেত্রী সোনিয়া গান্ধীর৷ জনতার সামনে মমতা বিরোধী জোটের এই ঐতিহাসিক জয় উৎসর্গ করলেন মানুষের উদ্দেশ্যে৷

Mamata Banerjee Trinamul Congress
সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছিল দক্ষিণ কলকাতার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেছবি: AP

তৃণমূল কংগ্রেস যে একক শক্তিতেই সরকার গড়তে চলেছে, এটা ভোটগণনার মাঝামাঝি পর্যায়েই পরিষ্কার হয়ে যায়৷ তা সত্ত্বেও তৃণমূল নেত্রী এদিন কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন সরকারে যোগ দেওয়ার জন্য৷ এবং মমতা বারেবারে দলীয় কর্মীদের উদ্দেশে আবেদন জানান শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে৷ বারণ করেন, যেন স্থানীয় স্তরেও কোনও বিজয় মিছিল বার না করা হয়৷ মমতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, তাঁরা অত্যন্ত দায়িত্বশীল সরকার গডতে চান৷

Buddhadeb Bhattacharjee
পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যছবি: DW

এদিন চূড়ান্ত ফল ঘোষণার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি ফোন করে পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান৷ আশা প্রকাশ করেন, বাংলা এবং বাঙালির উন্নয়নে ভবিষ্যতে একযোগে কাজ করার৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান