পলিথিন ব্যবহারে সচেতনতা প্রয়োজন | পাঠক ভাবনা | DW | 01.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পলিথিন ব্যবহারে সচেতনতা প্রয়োজন

ভারতের কলকাতার সুহৃৎ ব্যানার্জি ‘পরিবেশ দূষণে প্লাস্টিক ব্যাগ – রাশ টানার উদ্যোগ’ শীর্ষক ডয়চে ভেলের প্রতিবেদন সম্পর্কে ইমেলে তাঁর মতামত জানিয়েছেন৷

তিনি লিখেছেন, ‘‘ভারতে পলিথিন বা প্লাস্টিক সম্বন্ধে জনগণ সচেতন না হলে আগামী কয়েক বছরের মধ্যে এই প্লাস্টিক পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখবে৷ কারণ গ্রামের দিকে নজর দিলে দেখা যায় নদী-নালা, এমনকি ছোট ছোট ডোবায় জলের উপর নোংরা পলিথিন ভাসে৷ পুকুর বা জলাশয়ে হাত-পা ধুতে গেলে আমাদের এই নোংরা পলিথিন সরিয়ে কাজ সারতে হয়৷''

তিনি প্লাস্টিকের ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে ডয়চে ভেলেকে অনুরোধ জানিয়েছেন৷

এদিকে, হজ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর করা মন্তব্যের ব্যাপারে আমাদের ফেসবুক পাতায় অনেক পাঠক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

শহিদুল ইসলাম কবির লিখেছেন, ‘‘(মন্তব্যের কারণে) শুধু মন্ত্রিত্ব থেকে অপসারণ নয়, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে ধর্মদ্রোহিতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷ অন্যথায় বুঝতে হবে সজিব ওয়াজেদ জয়কে কটাক্ষ করার কারণে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হয়েছে৷''

মোহাম্মদ ফায়েদ অনু-ও বহিষ্কারের পাশাপাশি লতিফ সিদ্দিকীর শাস্তি দাবি করেছেন৷ দেলওয়ার হোসেন মনে করেন, তাঁকে এমন শাস্তি দেওয়া উচিত যেন ভবিষ্যতে অন্য কেউ এমন করতে না পারে৷

মেহেদী হাসান সোহেল লিখেছেন, ‘‘হাজার বছর ধরে মুসলিম উম্মাহর ঈমানী অনুভূতিতে এটা একটা আঘাত৷ তাঁর এই অভিমত দুঃখজনক, নিন্দনীয়৷ জাতির কাছে ক্ষমা চাওয়া ও আল্লাহর কাছে তওবা করা উচিত৷''

সুজন দাস গুপ্ত শুধু মন্ত্রিসভা থেকে নয়, আওয়ামী লীগ থেকেও লতিফ সিদ্দিকীর বহিষ্কার বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন৷ মোঃ উজ্জ্বল মনে করেন, এইসব লোকের জন্য আওয়ামী লীগের বদনাম হয়৷ তাই তিনি দলে পরিবর্তন চেয়েছেন৷

মোঃ এয়ামনুল ইসলাম লিখেছেন, ‘‘শেখ হাসিনাকে কিছু বললে সাথে সাথে বিচার হয়৷ ইসলামের বিরুদ্ধে বলছে এখন দেখি কি বিচার করে হাসিনায়৷''