1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেল ভূষিত হল রোগ প্রতিরোধক ক্ষমতার গবেষণা

৩ অক্টোবর ২০১১

২০১১ সালের নোবেল পুরস্কারের ঘোষণা এসে গেল৷ শুরুতেই চিকিৎসাশাস্ত্রের নোবেল৷ ঘোষিত হল ব্রুস বয়েটলার, জুলস হফম্যান এবং ব়্যাল্ফ স্টাইনমানের নাম৷ এর মধ্যে স্টাইনমান মারা গেছেন, পুরস্কার ঘোষণার তিনদিন আগেই৷

https://p.dw.com/p/12ksH
Dr. Ralph Steinman of Rockefeller University speaks during a news conference in Albany, N.Y., Friday, April 24, 2009. He was a co-recipient of the Albany Medical Center Prize, the largest medicine or science award in the United States. (AP Photo/Mike Groll)
ড. ব়্যাল্ফ স্টাইনমানছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুস বয়েটলার, লুক্সেমবুর্গের জুলস হফমান আর কানাডার ব়্যাল্ফ স্টাইনমান৷ ২০১১ সালের প্রথম নোবেল বিজয়ী হিসাবে এই তিনজনের নামই ঘোষণা করলো নোবেল কমিটি৷ মানব শরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও স্পষ্ট করে বোঝার ক্ষেত্রে এই তিনজনের যৌথ গবেষণা অভিনব এবং চিকিৎসাবিজ্ঞানকে তা আরও এগিয়ে নিয়ে যাবে৷ পুরস্কার ঘোষণার বিবৃতিতে একথাই বলেছেন চিকিৎসায় নোবেল পুরস্কারের জুরিরা৷

জুরিদের বিবৃতিতে একথাও স্পষ্ট করেই জানানো হয়েছে, এই বছরের চিকিৎসায় নোবেল পুরস্কারের তিন বিজয়ী ভবিষ্যতের চিকিৎসায় এক অন্য ধরণের যুগান্তর এনেছেন৷ মানবশরীরের রোগ প্রতিরোধক ক্ষমতার সম্পূর্ণ ব্যাখ্য চিকিৎসাবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই তিন বৈজ্ঞানিক সেই দুরূহ বিষয়টি নিয়ে তাঁদের গবেষণার সাহায্যে যা বোঝাতে পেরেছেন, তা ক্যান্সার, হাঁপানি এবং রিউমাটয়েড আর্থারাইটিস সহ বেশ কিছু জন্মগত অসুখের প্রতিরোধক গড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে৷

পুরস্কারের মোট অর্থ বিপুল৷ এই তিন বৈজ্ঞানিকের মধ্যে সেই অর্থ কীভাবে ভাগ করে দেওয়া হবে, তাও স্পষ্ট জানিয়েছে নোবেল কমিটি৷ মোট পুরস্কার অর্থের পরিমাণ ১.০৮ মিলিয়ন ইউরো৷ বলা হয়েছে, এর অর্দ্ধেক অর্থ, বয়েটলার আর হফমানের মধ্যে দুইভাগে ভাগ করে দেওয়া হবে৷ কারণ, তাঁরা দু’জনে মিলে রিসেপটর প্রোটিনের কার্যকারীতা আবিস্কার করেছেন৷ যে প্রোটিন মানবশরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থার প্রথম ধাপ হিসেবে কাজ করে থাকে৷

পুরস্কারের বাকি অর্থ পাবেন কানাডার ব়্যাল্ফ স্টাইনমান৷ রোগ প্রতিরোধক ক্ষমতার যেদিকটি নিয়ে তিনি গবেষণা করেছেন, তাহল মানবশরীরে বাইরে থেকে হামলা চালানো ক্ষতিকারক ভাইরাস এবং বীজাণুদের চিহ্ণিত করে তাদের প্রতি আক্রমণ চালায় যেসব কোষ, তাদের নিয়ে৷ সদ্য সন্ধান পাওয়া এই কোষগুলিকে বলা হয় ডাইডেনট্রিক সেল৷ কিন্তু স্টাইনমান প্যান্ক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন৷ এবং সোমবার পুরস্কার ঘোষণা করার তিনদিন আগেই তাঁর মৃত্যু হয়৷ নিয়মমত, নোবেল পুরস্কারের মৃতদের ক্ষেত্রে দেওয়া হয়না৷ কিন্তু, সোমবার বিকালে এক জরুরি বৈঠকের পর নোবেল কমিটির সিদ্ধান্ত, স্টাইনমানের পুরস্কার বহাল থাকছে৷ তাঁর মৃত্যু এই পুরস্কার ঘোষণার আগে হয়ে থাকলেও৷

১৮৯৬ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা সার আলফ্রেড নোবেলের মৃত্যু হয়েছিল৷ প্রতিবছর সেই দিনটিতেই স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত হয়ে থাকেন সে বছরের নোবেল বিজয়ীরা৷ চিকিৎসায় নোবেল বিজয়ী তিন বৈজ্ঞানিককেও সেদিনেই সম্মানিত করা হবে৷ তবে স্টাইনমানের যেহেতু আগেই মৃত্যু হয়ে গেছে,  তাই তাঁকে আর পুরস্কার মঞ্চে দেখা যাবে না৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ