1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেটফ্লিক্সের সঙ্গে ওবামা দম্পতি

২২ মে ২০১৮

নেটফ্লিক্সের দুনিয়ায় এবার দেখা যাবে বারাক ওবামা ও মিশেল ওবামাকে৷ চলচ্চিত্র ও ধারাবাহিকের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওবামা দম্পতি৷

https://p.dw.com/p/2y5sS
ছবি: Reuters/J. Bourg

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তাঁর স্ত্রী মিশেলকে এবার নিয়মিত দেখা যাবে অনলাইনে৷ সোমবার নেটফ্লিক্স সংস্থা ওবামা দম্পতির সঙ্গে চুক্তির কথাটি জানিয়েছে৷ তাদের প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছরের জন্যই ওবামা দম্পতি ওই চুক্তিতে সই করেছেন৷ হায়ার গ্রাউন্ড প্রোডাকশনসের অধীনে তাঁরা নানা সৃষ্টিমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন৷ 

এই চুক্তির বিশদ খুঁটিনাটি নেটফ্লিক্স প্রকাশ্যে না আনলেও বলেছে, বারাক ও মিশেল এই মঞ্চকে কাজে লাগিয়ে ধারাবাহিক, তথ্যচিত্র, কাহিনিচিত্র তৈরি করতে পারবেন৷

নেটফ্লিক্স অনলাইন ভিডিও, স্ট্রিমিংয়ের জন্য পরিচিত৷ ১৯৯৭ সালে রিড হ্যাস্টিংস ও মার্ক র‍্যান্ডলফ ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালিতে এটি প্রতিষ্ঠা করেন৷ নেটফ্লিক্সের সেবা বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে৷ ২০১৭ সালের শেষ নাগাদ এর সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ৮০ লাখে পৌঁছেছে৷

এই নয়া পদক্ষেপে উচ্ছ্বসিত বারাক ওবামা বলেন, ‘‘প্রশাসনের সঙ্গে যখন যুক্ত ছিলাম, তখন বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগতো৷ সমাজের বিভিন্ন অংশ থেকে আসা এসব মানুষজনের অভিজ্ঞতা বৃহত্তর জনসমাজের কাছে পৌঁছে দিতে পেরেছি৷’’

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘‘এই কারণে নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাতে পেরে আমি আর মিশেল খুশি৷ আশা করি, আমরা সেই ব্যক্তিত্বদের তুলে ধরতে পারব, যাঁরা প্রতিভাবান, প্রেরণাদায়ী৷ নেটফ্লিক্সের সাহায্যে আমরা তাঁদের কাহিনি বিশ্বের সামনে তুলে ধরতে পারব৷’’

নয়া ভূমিকায় খুশি মিশেল ওবামাও৷ তিনি বলেন, ‘‘বারাক ও আমি সবসময় এই ধরনের কাহিনি পছন্দ করি যা আমাদের অনুপ্রেরণা দেয়৷ পৃথিবী সম্পর্কে অন্যরকমভাবে ভাবতে এটা আমাদের সাহায্য করে৷ এর মাধ্যমে খোলামনে সকলের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়৷’’

নেটফ্লিক্সের প্রধান কনটেন্ট অফিসার টেড সারানডোস বলেছেন, তাঁরা র সঙ্গে কাজ করতে আগ্রহী৷ তাঁর ভাষায়, ‘‘যে ব্যক্তিরা নিজেদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যাঁরা পৃথিবীকে আরও সুন্দর করে তোলায় ব্রতী, তাঁদের চিহ্নিত করে সকলের সামনে তুলে ধরতে পারবেন বারাক ও মিশেল ওবামা৷’’

সম্প্রতি কয়েক বছরে নেটফ্লিক্স নিজস্ব প্রযোজনায় জোর দিয়েছে৷ তাদের লক্ষ্য, মার্কিনি টেলিভিশন ও চলচ্চিত্রে হলিউড স্টুডিওর একাধিপত্য রোধ করা৷ চলচ্চিত্র ও টেলিভিশনের সফল প্রযোজকদের দিকে তারা হাত বাড়িয়েছে৷

নেটফ্লিক্স জানিয়েছে, ওবামা দম্পতিকে নিয়ে বেশ কিছু ছবি ও টিভি সিরিজ তৈরি হবে৷ এর মধ্যে অনেকগুলো সিরিজ, ডকুমেন্টারি ও ফিচার থাকবে৷

তবে তাঁদের অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি৷

পিএস/এসিবি (রয়টার্স, এএফপি)

২০১৬ সালের জুলাই মাসের ছবিঘরটি দেখুন...