1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্প্রচার নীতিমালা

২৮ মার্চ ২০১২

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে পরামর্শ করেই নতুন সম্প্রচার নীতিমালা প্রণয়ন করতে চায় সরকার৷ এ বিষয়ে তৎপরতা শুরু হয়ে গেছে৷ চ্যানেল আই’এর পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ এ প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন৷

https://p.dw.com/p/14Swt
Evening News Announcer Nana Kiknadze getting ready for her first appearance on a day of the opening of PIK TV. Title: Nana Kiknadze, Kanal PIK Tags: Nana Kiknadze, Kanal PIK, media Photographer: Justyna Mielnikiewicz January 25, 2011 in Tbilisi, Georgia Description: TV PIK is the only station known to provide balanced coverage and is broadcasted by satellite in the Russian language to the North Caucasus and Russian Federation. I hereby declare that I took this pic and giving DW the right to use it online. In case the picture was taken by a third party, I do hold the rights to this image and DW-world.de is entitled to use it online.
প্রতীকী ছবিছবি: Justyna Mielnikiewicz

এ বিষয়ে তৎপরতার গোড়ার কথা অনেক আগের৷ নীতিমালার খসড়া পাঠানো হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম, বিশেষ করে টিভি চ্যানেলগুলির কাছে৷ শাইখ সিরাজ জানাচ্ছেন, সম্প্রতি তাঁদের কাছে মতামত জানতে চেয়েছে সরকার৷

তিনি মনে করেন, নীতিমালা এভাবে তৈরি করে বেসরকারি টেলিভিশনগুলিকে বেঁধে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেটা খুব একটা কার্যকরী নয়৷ তিনি বলতে চান, এর জন্য প্রয়োজন একটা গাইডলাইনের৷ নীতিমালার নয়৷ নীতিমালা দিলে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা হবে৷ একজন সম্প্রচারক হিসেবে সবসময় শঙ্কার মধ্যে থাকতে হবে৷ কাজের কাজ হবে না৷

বেসরকারি টিভি চ্যানেলে শিশুদের জন্য বিনোদনমূলক বা শিক্ষামূলক অনুষ্ঠান সেভাবে নেই৷ চ্যানেল আই এ ধরণের কিছু চেষ্টা করেছে বলে জানান শাইখ সিরাজ৷ সেইসঙ্গে তিনি স্বীকার করে নেন, বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলে তেমনভাবে শিশুদের জন্য নিয়মিত অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে না৷ এর কারণ হিসেবে তাঁর অভিমত, এর জন্য স্পন্সর পাওয়া যায়না৷ দ্বিতীয়ত, শিশুদের জন্য অনুষ্ঠান করার আগে প্রয়োজন ভালো করে গবেষণা করে নেওয়া৷

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে চ্যানেল আই'এর সহযোগী প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম এ পর্যন্ত তেরোটি ছবি বানিয়েছে৷ এর ফলে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের কাহিনী আকর্ষণীয় হয়ে উঠেছে কিনা এ প্রশ্নের জবাবে শাইখ সিরাজ জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবিগুলি দেওয়া হয়েছে৷ তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সব জেলায় এগুলি পাঠানো হয়েছে৷ এর ফলে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধটা বড় আকারে হাজির হয়েছে৷ অনেকে এখন এ বিষয়ে আগ্রহী হয়ে উঠছে৷ বলা বাহুল্য, এ একটা মস্ত আশার কথা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য