1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের প্রকাশ্য কর্মসূচি ঘোষণা

২ আগস্ট ২০১১

বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির আবার সক্রিয় হয়ে উঠেছে৷ আগামী ১৩ই আগস্ট তারা ঢাকার মুক্তাঙ্গনে মিছিল সমাবেশ করবে বলে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে, বিলি করেছে লিফলেট৷

https://p.dw.com/p/129X7
Indonesian Muslim youth from the hard-line Islamic group Hizbut Tahrir wave black and white flags with the religious writing that reads "There is no God but God, and Mohammed is his prophet" during International Caliphate Conference 2007 in Jakarta, Sunday, Aug 12, 2007. Nearly 90,000 followers of a hard-line Muslim group packed a stadium in the capital Sunday, calling for the creation of an Islamic state and thunderously chanting "Allah is great!." (AP Photo/Achmad Ibrahim)
ইন্দোনেশিয়ায় হিযবুত তাহরিরছবি: AP

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, হিযবুত তাহরিরের সাম্প্রতিক এই তৎপরতার তথ্য তাদের কাছেও রয়েছে৷ নিষিদ্ধ সংগঠনের কোন সমাবেশ বা মিছিল করার সুযোগ নেই৷

জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় ২০০৯ সালের ২২শে অক্টোবর৷ এর ৩ বছর আগে নিষিদ্ধ করা হয় জেএমবি, জেএমজেবি, হরকাতুল জিহাদ এবং শাহদাত-ই আল-হিকমা নামে ৪টি জঙ্গি সংগঠন৷ কিন্তু নিষিদ্ধ করার পরও এসব জঙ্গি সংগঠনের তৎপরতা থেমে নেই৷ বিশেষ করে হিযবুত তাহরির এই সময়ে বেশ সক্রিয় হয়ে উঠেছে৷ তারা তাদের লিফলেট এবং প্রচারপত্র বিলি করে মাঝে মধ্যেই৷ কখনো কখনো তারা ঝটিকা মিছিল করে বলেও তথ্য রয়েছে৷ আর সর্বশেষ ১৩ই আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে মিছিল সমাবেশ করবে বলে তারা ঢাকার দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে৷ ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, তারাও এধরনের পোস্টারসহ হিযবুত তাহরিরের কিছু কর্মীকে গ্রেফতার করেছেন৷ তবে তারা মিছিল সমাবেশ করতে পারবে না বলে জানান তিনি৷

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র জানান, ইতিমধ্যেই হিযবুত তাহরিরের আটক কিছু নেতা-কর্মী জামিনে ছাড়া পেয়েছে৷ তারাই মূলত দলকে সংগঠিত করছে৷ তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে৷

মনিরুল ইসলাম জানান, জঙ্গি সংগঠনগুলোর এধরনের তৎপরতাকে তারা কড়া নজরদারির মধ্যে রাখছেন৷ তবে বড় ধরনের কোন নাশকতামূলক কাজের শক্তি বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর নেই বলে তিনি মনে করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই