1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই বছর পর জিতলো বাংলাদেশ

৫ অক্টোবর ২০১০

বৃষ্টিস্নাত আর আলোর স্বল্পতা সমৃদ্ধ খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ রানে জিতল বাংলাদেশ৷ ৪৯ দশমিক ৩ ওভারে বাংলাদেশ করেছে ২২৮ রান৷ আর ৩৭ ওভারে ডিএল পদ্ধতিতে ২০০ রানে আট উইকেট হারিয়ে প্রথম ওয়ান ডে ম্যাচটি হেরে গেলো কিউইরা৷

https://p.dw.com/p/PVmI
বাংলাদেশ হারালো কিউইদেরছবি: AP

এক কথায় বলা চলে, সাকিবের কাছেই হেরে গেলো নিউজিল্যান্ড৷ এদিনে সাকিবের সংগ্রহ ৫৮ রান৷ অপরদিকে তিনিই কেড়ে নিলেন চারটি উইকেট৷ আর এরই পুরস্কার পেলেন বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়ে৷ ৫ ম্যাচের মাইক্রো ম্যাক সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা৷

নিউজিল্যান্ডের বিপক্ষে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়৷ ঠিক দুই বছর আগে একই মাঠে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের ছেলেরা৷

টানটান উত্তেজনা ছিল ম্যাচটিকে ঘিরে৷ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা মানুষেরও কমতি ছিল না৷ সকালে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল৷

Cricket Neuseeland Spieler Shane Bond
এই উচ্ছাস বেশিক্ষণ টিকেনিছবি: AP

আজকের ম্যাচে সাকিব আল হাসান ছিলেন অধিনায়কত্বের ভারমুক্ত৷ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫১ বলে ৫৮ রান করে বাংলাদেশের স্কোরকে তিনি নিয়ে যান একটা সম্মানজনক ভিত্তির ওপর৷ নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মিলস৷ তিনি ৪৪ রানে নেন তিনটি উইকেট৷

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পক্ষে ৬১ রান করেন বিবি ম্যাককুলুম৷ এরপরে বড় সংগ্রহ ট্রেইলরের৷ তিনি ৪২ রানে নাঈম ইসলামের কাছে পরাস্ত হন৷ এছাড়া ডিএল ভিট্টরি এবং কেডি মিলস সংগ্রহ করেন যথাক্রমে ২৪ এবং ২২ রান৷

ক্রিকেট বোদ্ধারা বলছেন, আজ বাংলাদেশ কমপ্লিট ক্রিকেট খেলেছে৷ ব্যাটসম্যানেরাও ভালো খেলেছেন, বোলিংও ছিল মনে রাখার মতো৷ আর এক কথায় ফিল্ডিং ছিল অসাধারণ৷ তারা বলছেন, বিশ্বকাপের মূল প্রস্তুতি শুরু হলো এই সিরিজ থেকে৷ নিউজিল্যান্ড সিরিজের পর জিম্বাবোয়ের বিরুদ্ধেও খেলবে বাংলাদেশ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন