1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমা হামলা

২৯ এপ্রিল ২০১২

নাইজিরিয়াতে বন্দুকধারীরা একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়েছে৷ এতে অন্তত ছয়জন নিহত হয়েছে৷ এদিকে কেনিয়াতেও একটি গির্জায় হামলা চালানো হলে অন্তত একজন প্রাণ হারিয়েছে৷

https://p.dw.com/p/14mlS
ছবি: Reuters

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, নাইজিরিয়ার উত্তরাঞ্চলের শহর কানোর বায়েরো বিশ্ববিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে৷ বিশ্ববিদ্যালয়ের একটি থিয়েটারে খ্রিষ্টান ছাত্ররা প্রার্থনা সভা করার সময় তাদের ওপর হামলা চালানো হয়৷ বার্তা সংস্থা এএফপি জানায়, একটি গাড়ি এবং দুটি মোটরসাইকেলে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে৷ তারা প্রথমে বোমা বিস্ফোরণ ঘটায়৷ এই সময় আতঙ্কিত ছাত্রছাত্রীরা পালাতে শুরু করলে তাদের ওপর গুলি বর্ষণ করতে শুরু করে হামলাকারীরা৷ মোহাম্মদ সুলাইমান নামে এক শিক্ষক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আধ ঘণ্টারও বেশি সময় ধরে পুরনো ক্যাম্পাসে বোমা এবং গুলির শব্দ পাওয়া যায়৷ সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়৷ আমাদের নিরাপত্তা কর্মিরা ছাত্রদের জীবন বাঁচাতে ঘটনাস্থলের দিকে ছুটে যায়৷''

Nigerias Stadt Jos Anschlag auf Kirche
বোমা হামলার পরছবি: AP

এদিকে এই ঘটনায় কতজন নিহত হয়েছে সেটা নিয়ে বিভিন্ন বার্তা সংস্থার কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে৷ চার থেকে ২০ জন পর্যন্ত নিহতের খবর দিচ্ছে বিভিন্ন বার্তা সংস্থা৷ ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারায়৷ এরপর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের অনেকে সেখানে মারা যায়৷ ফলে নিহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে৷

এদিকে এই ঘটনার জন্য কোন গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি৷ তবে সন্দেহের তীর ছুটছে চরমপন্থী বোকো হারাম গোষ্ঠীর দিকে৷ কারণ এর আগেও বেশ কিছু হামলার পেছনে রয়েছে এই উগ্রপন্থী ইসলামী গোষ্ঠী৷

নাইজিরিয়াতে গত বৃহস্পতিবারেও হামলার ঘটনা ঘটে৷ রাজধানী আবুজাতে অবস্থিত একটি সংবাদপত্রে বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়৷

এদিকে নাইজিরিয়ার মত কেনিয়াতেও হামলা হয়েছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী নাইরোবির একটি গির্জাতে এক বন্দুকধারী হামলা চালায়৷ প্রার্থনাকারীর ছদ্মবেশে সে গির্জায় ঢুকে গ্রেনেড ছুঁড়ে মারে৷ এরপর সে পালিয়ে যায়৷ কয়েকজন তাকে ধাওয়া করার চেষ্টা করলে সঙ্গে থাকা পিস্তল দিয়ে সে তাদের দিকে গুলি ছোঁড়ে বলে জানা গেছে৷ এদিকে গির্জায় হামলায় একজন নিহত হয়েছে৷ এবং আহত হয়েছে আরও ১৬ জন৷ সোমালিয়ায় আল শাবাব গোষ্ঠীকে দমনের উদ্দেশ্যে কেনিয়া সেনা পাঠানোর পর থেকে দেশটিতে এই ধরণের ওপর হামলা বেড়ে চলেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য