1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে

২৯ এপ্রিল ২০০৯

বিশ্বমন্দার প্রভাব বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কমবে না রেমিটেন্স প্রবাহ৷ বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, নতুন নতুন দেশে বাংলাদেশের শ্রমবাজার তৈরি হচ্ছে৷

https://p.dw.com/p/HgdQ
বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরাছবি: picture-alliance/dpa

বিশ্বমন্দার প্রভাবসহ নানা কারণে বিদেশ থেকে বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠান হচ্ছে৷ এরমধ্যে মালয়েশিয়া অন্যতম৷ কিন্তু বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ বিশেষ করে সৌদি আরবে কর্মরত বাংলাদেশীরা চাকরি পরিবর্তনের সুযোগ পাওয়ায় রেমিটেন্সে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না৷

তিনি জানিয়েছেন, বাংলাদেশ ইরাক ও রুমানিয়াসহ নতুন নতুন দেশে শ্রমবাজার খুঁজছে৷ এবং সেসব দেশে শ্রমিক পাঠান শুরু হয়েছে৷ জঙ্গি তৎপরতা এই শ্রমবাজারে কোন প্রভাব ফেলবে কি-না এমন প্রশ্নের জবাবে মোশারফ হোসেন বলেন, নেতিবাচক প্রভাব পড়ার কোন কারণ নেই৷

তবে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি তার সঙ্গে দ্বিমত পোষণ করেন৷ তিনি বলেন শুধু বিদেশে কর্মসংস্থান নয় আরো অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক