1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ইতিহাস গড়তে চায় টাইগাররা

২৫ জুলাই ২০০৯

টেষ্ট সিরিজ জেতার পর এবার বাংলাদেশের ক্রিকেট দল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতারও প্রত্যাশায় রয়েছে৷ উইন্ডসর পার্কে আগামীকাল রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/IxIb
বিতর্কিত বোলিং এ্যাকশনের পর আবার ম্যাচে ফিরছেন রাজ্জাক (ফাইল ফটো)ছবি: AP

আন্তর্জাতিক ক্রিকেটের এটি একটি নতুন ভেন্যু বাংলাদেশের জন্য৷ টাইগারদের এবারের লক্ষ্য ওয়ান ডে সিরিজেও জয়ী হয়ে নতুন এক ইতিহাস রচনা করা৷ ক্যারিবীয় অঞ্চল সফরের শুরুতে বাংলাদেশী টাইগাররা তাদের সফলতা প্রত্যাশা করলেও এতটা করেনি৷ এই সফলতা এসেছে ওয়েষ্ট ইন্ডিজের মূল দল না খেলার কারণে, এটাই বলছেন ক্রীড়া বিশেষজ্ঞরা৷

ওয়ান ডে দলে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বদলিতে অধিনায়ক থাকছেন সাকিব আল হাসানই৷ টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকা সিরিজের সেরা খেলোয়াড় সাকিব ওয়ানডেতেও পারফরমেন্সের উন্নতি ঘটিয়ে জিততে চান ওয়ানডে সিরিজ৷ বাঁ হাতি স্পিনার সাকিব সাংবাদিকদের বলেন, ‘আমরা ওডিআই সিরিজের দিকে তাকিয়ে রয়েছি এবং জয়ের ধারা অব্যাহত রাখতে চাই৷'

ওয়ানডে সিরিজে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন বাঁ হাতি স্পিনার আবদুর রাজ্জাক, অল রাউন্ডার নাঈম ইসলাম ও মিডিয়াম ফাস্ট বোলার সৈয়দ রাসেল৷

ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে৷ শীর্ষ খেলোয়াড়রা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিলেও ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ান, জেরোমো টেইলর ও দিনেশ রামদিনের মতো তারকা খেলোয়াড়রা এ ম্যাচ খেলছেন না৷প্রথম দু'টি ওডিআই দল ঘোষণার পর খেলোয়াড় ও বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে৷ তৃতীয় ওয়ানডে এবং টি-টুয়েন্টি ম্যাচেও শীর্ষ খেলোয়াড়দের অংশগ্রহণটা এখনো নিশ্চিত নয়৷

প্রতিবেদক: সাগর সরওয়ার, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই