1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধ্বংসস্তূপে অসহায় তিনটি গরু

১৬ নভেম্বর ২০১৬

১৩ নভেম্বর নিউজিল্যান্ডে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ফলে কিছু এলাকায় ভূমিধস হয়েছে৷ একটি ভিডিওতে তিনটি গরুর ভূমিধস থেকে রক্ষা পাওয়ার ভিডিওটি বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/2SlJn
গরু
ছবি: Getty Images

ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১২ লক্ষেরও বেশিবার৷ মন্তব্য করেছেন দেড় হাজারেরও বেশি মানুষ৷ স্থানীয় সময় অনুযায়ী, সোমবার নিউজিল্যান্ডের নর্থ ক্যান্টারবুরির সাউথ আইল্যান্ডে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ বেশ কয়েকটি জায়গায় ভূমিধস দেখা দেয়৷ কিন্তু এই ভিডিওতে দেখুন এই তিনটা গরু যেখানে দাঁড়িয়েছিল, সেখানে আশেপাশে ভূমিধস হলেও তাদের দাঁড়িয়ে থাকার অংশটিতে কোনো ফাটল নেই৷ এ যেন অবিশ্বাস্য৷ 

১৩ নভেম্বর মধ্যরাতে ভূমিকম্পের আঘাতে অনেক ভবন এবং রাস্তাঘাটে ফাটল দেখা দেয়৷ নিহত হয় দুই জন৷ এই ভূমিকম্পে খামার চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেননা খরার কারণে এমনিতেই সমস্যায় ছিলেন তারা৷ ভূমিকম্পের পর থেকে ৩০ টি খামার দুধ উৎপাদন করতে পারছে না৷ এই ভিডিওটি তোলা হয়েছে কাইকৌরার উত্তরের একটি জমি থেকে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, আশেপাশে সবকিছু ধসে গেছে৷ ছোট্ট একটু জায়গা ঐ ধ্বংসযজ্ঞের মধ্যে টিকে আছে৷ আর সেখানে দাঁড়িয়ে আছে তিনটি গরু৷ ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে একটা পাহাড়ে ফাটল ধরে প্রায় দু'ভাগ হয়ে গেছে৷ প্রত্যন্ত এলাকার বেশিরভাগ জায়গায় হয়েছে ভূমিধস৷ কাঠের ঘর-বাড়ি একেবারে গুড়িয়ে গেছে৷ ভিডিও'র নীচে মন্তব্যে অনেকেই লিখেছেন, ‘‘অবুঝ এই প্রাণিদের অসহায়ত্ব দেখে কষ্ট লাগছে৷''

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য