1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধোনি বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ক্রিকেটার

৮ ডিসেম্বর ২০১০

ভারতের মোবাইল ফোন কোম্পানি ম্যাক্স মোবাইলের সঙ্গে ৬.৫ মিলিয়ন ডলারের চুক্তি সই করে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান পোক্ত করলেন ভারতের ক্রিকেট ক্যাপটেন মহেন্দ্র সিং ধোনি৷

https://p.dw.com/p/QTH4
Mahendra Singh Dhoni, Sakshi
সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনিছবি: AP

বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজের সঙ্গে ৫.৭ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরের চারদিন পরে এই নতুন চুক্তি সই করলেন ধোনি৷ নতুন এই চুক্তি অনুযায়ী ম্যাক্স মোবাইল সংস্থার বিজ্ঞাপন করবেন ধোনি৷ প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ম্যাক্স গ্রুপের বস অজয় আগারওয়ালের বরাত দিয়ে জানিয়েছে, ‘‘ধোনি তাঁর কাজের মাধ্যমেই কয়েকবছর ধরে নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছেন৷''

স্পোর্টস ব্যবস্থাপনা সংস্থা রিটির সঙ্গে গত জুলাই মাসে রেকর্ড পরিমান ৪২ মিলিয়ন ডলারের যে বিপণন চুক্তি করেছেন এই জনপ্রিয় ভারতীয় অধিনায়ক, সর্বশেষ এই দুটি চুক্তি তারই অংশ৷ দুই বছরের এই চুক্তিতে রিটির কাছে ধোনির মার্চেন্ডাইস, কর্পোরেটপ্রোফাইল, ডিজিটাল রাইট সংরক্ষিত থাকবে৷ এমনকি সামাজিক যোগাযোগ সাইটগুলোতেও তাদেরকে দেখা যাবে৷

World Cup
খেলার মাঠে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন ধোনিছবি: AP

ভারতের ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ অঙ্কের চুক্তি৷ যা স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা আইকনিক্স-এর সাথে করা সুপারস্টার শচীন টেন্ডুলকারের ৪০ মিলিয়ন ডলারের চুক্তিকেও ছাড়িয়ে গেছে৷ এই উইকেটকিপার-ব্যাটসম্যান পেপসি, রিবক, এয়ারসেল, গোদরেজসহ ২৪টি শীর্ষ ব্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন এই পর্যন্ত৷

গত বছরে ফোর্বস-এর চালানো এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির নামটি তালিকার শীর্ষে ছিল৷ যাঁর বার্ষিক আয় ১০ মিলিয়ন ডলার৷ টেন্ডুলকারের বার্ষিক আয় ৮ মিলিয়ন ডলার৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক