1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেহেবাঁধা ১৪ সাপসহ আটক একজন

২৭ অক্টোবর ২০০৯

দেহেবেঁধে ১৪টি সাপ আর ১০টি দুর্লভ প্রজাতির টিকটিকি নিয়ে নরওয়েতে প্রবেশের চেষ্টা করেছিল সে৷ কিন্তু বেরসিক নরওয়ে শুল্ক কর্তৃপক্ষ আটক করেছে তাকে৷ সঙ্গে জুড়ে দিয়েছে অবৈধভাবে সরীসৃপ আমদানির অভিযোগও৷

https://p.dw.com/p/KGWP
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

স্বভাবতই প্রশ্ন, এত সাপ আর টিকটিকি কিভাবে দেহের সঙ্গে বেঁধেছিল সে৷ পুলিশের ভাষ্য, দেহের মাঝখানে কাপড়ের সঙ্গে বাঁধা ছিল গোটা কয়েক অজগর৷ আর টিকটিকিগুলো ছিল মোজার মধ্যে৷ আটক ব্যক্তি সেই মোজাগুলোকে বেধেঁ নিয়েছিল নিজ দেহের সঙ্গে৷

গত রবিবার নরওয়ের দক্ষিণের শহর ক্রিস্টিয়ানসান্ড থেকে আটক করা হয় ঐ ব্যক্তিকে৷ ডেনমার্ক থেকে ফেরিযোগে সেখানে পোঁছেছিল সে৷ স্থানীয় পুলিশ তার নাম ঠিকানা প্রকাশ না করলেও জানিয়েছেন, আটক ব্যক্তি নাকি নিজেকে দাবি করেছেন সরীসৃপের পাগল হিসেবে!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার