1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশের সংকট বাড়িয়ে শপথ নিলেন গবাগো, ওয়াতারাও

৫ ডিসেম্বর ২০১০

রাজনৈতিক সংকট আরও তীব্র হয়ে উঠছে আইভরি কোস্টে৷ নির্বাচনে হেরে যাওয়ার পরেও লরেন্ট গবাগো প্রেসিডেন্টের গদি ছাড়তে রাজি নন৷ বিজয়ী বিরোধী নেতা আলাসানে ওয়াতারাও শপথ নিয়েছেন প্রেসিডেন্ট পদে৷

https://p.dw.com/p/QQ9H
গবাগো, ওয়াতারা, আইভরি কোস্ট, বিদ্রোহ, সংবিধান, গণতন্ত্র, গৃহযুদ্ধ
গদি ছাড়বেন না গবাগোছবি: AP

পশ্চিম আফ্রিকীয় দেশ আইভরি কোস্টে গবাগো আর ওয়াতারা সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে রবিবার সারাদিনই৷ নির্বাচনে সুস্পষ্ট ভাবে হেরে যাওয়ার পরও এতদিনের প্রেসিডেন্ট পদ ছাড়তে গররাজি গবাগো সর্বোচ্চ আদালত সাংবিধানিক পরিষদকে দিয়ে নিজেকে আবারও প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করিয়েছেন৷ এদিকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করেছে বিরোধী নেতা আলাসানে ওয়াতারাকে৷ গবাগো রবিবার এক টিভিতে দেখানো অনুষ্ঠানে প্রেসিডেন্ট পদে শপথও নিয়ে নিয়েছেন৷ রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পরিবৃত হয়ে একই কাজ করেছেন বিরোধী নেতা ওয়াতারাও৷ উল্লেখ্য, ওয়াতারার সঙ্গেই কিন্তু আন্তর্জাতিক মহলের সমর্থন রয়েছে৷

Elfenbeinküste Wahl Opposition Protest FLASH Galerie
রাজধানী আবিদজানে বিরোধী নেতা ওয়াতারার সমর্থকদের বিক্ষোভের ছবি৷ছবি: AP

ফলে দেশজুড়ে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷ রাজধানী আবিদজানের পরিস্থিতি যথেষ্ট থমথমে৷ জানিয়েছেন পর্যবেক্ষকরা৷ শনিবার দুই ব্যক্তির মৃত্যুর খবরও মিলেছিল৷ অবশেষে পরিস্থিতি সামলাতে এবং মধ্যস্থতা করার লক্ষ্য নিয়ে আবিদজানের পথে রওনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট থাবো এম্বেকি৷

রবিবার সকালে আবিদজান বিমানবন্দরে পৌঁছানো এম্বেকির এই উদ্যোগের ফল কেমন হবে তা নিয়েও সংশয় রয়ে গেছে৷ কারণ বিরোধী নেতা ওয়াতারার মহলের আশঙ্কা এম্বেকি কিছুটা হলেও গবাগোর পক্ষ ঘেঁষেই উদ্যোগ নেবেন৷ কারণ এই দুই নেতার সুসম্পর্কের কথা সকলেই জানে৷ এদিকে এম্বেকির এই মধ্যস্থতার উদ্যোগ যদি ভেস্তে যায় সেক্ষেত্রে উত্তর আইভরি কোস্টের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দেশের দখল নিয়ে নিতে পারে৷ কারণ, ওয়াতারার সমর্থক এই বিদ্রোহী গোষ্ঠী সেদেশে যথেষ্ট প্রভাবশালী৷ অতীতে বহু বছর গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাওয়া আইভরি কোস্টের ভবিষ্যতে আরও একটা গৃহযুদ্ধের আশঙ্কা তাই রয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম