1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে আইনের শাসন নেই : ড. মিজান

১১ আগস্ট ২০১০

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান দাবি করেছেন, দেশে আইনের শাসন নেই৷ বিচার ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে দাবি করে তা ঢেলে সাজানোর পরামর্শও দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/OibP
সুপ্রিম কোর্টছবি: Harun Ur Rashid Swapan

ঢাকায় বুধবার এক সেমিনারে আলোচনায় উঠে আসে বিচার ব্যবস্থার স্থবিরতা ও অচলাবস্থার কথা৷ সেখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষ বিচার পায় না৷ তাদের জন্য বিচার এক সোনার হরিণ৷ কারণ স্থবির বিচার ব্যবস্থা৷ তিনি বলেন, ‘‘দেশে আইনের শাসন বলতে কিছু নেই৷ জেলখানায় থাকেন গরিবরা, ধনীরা নয়৷''

সেমিনারে বক্তারা বলেন, আদালতে লাখ লাখ মামলা বছরের পর বছর ঝুলে থাকে৷ বিচার প্রার্থীরা বিচার পায় না৷ বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম বলতে যে একটি বিষয় আছে, তা হয়তো তারা ভুলেই গেছেন৷ আবার সেই কাজ তারা প্রশাসকদের হাতেও ছাড়তে নারাজ৷ ফলে ভোগান্তি বাড়ছে৷ হিসাব মতে, এখন ১৮ লাখ মামলা ঝুলে আছে বিচারের অপেক্ষায়৷

ড. শাহদীন মালিক বলেন, ‘‘বিচারকদের কোনো প্রশাসনিক দক্ষতা বা অভিজ্ঞতা নেই৷ তবুও তারা বিচার প্রশাসন আঁকড়ে আছেন৷ তাদের শুধু বিচার নিয়েই থাকা উচিত৷'' সেমিনারে বক্তারা বিচার ব্যবস্থাকে গণমুখী করা এবং ঢেলে সাজানোর আহ্বান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: মনিরুল ইসলাম