1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার্নেস্কুর ‘এক্সট্রিম' চেষ্টা

ফিলিপ ক্রেচমার/জেডএইচ১২ আগস্ট ২০১৬

আমরা অনেকে এমন কাজ করতে চাই, যেন সেটা দিয়ে আমরা বিশ্বে নিজ দেশকে আরও পরিচিত করে তুলতে পারি৷ রুমানিয়ার ফ্লাভিউ চার্নেস্কু-ও তাই চান৷

https://p.dw.com/p/1Jfqv
চার্নেস্কু
ছবি: DW

তবে সেজন্য তিনি এমন কাজ বেছে নিয়েছেন যা অধিকাংশ মানুষের পক্ষেই হয়ত করা সম্ভব নয়৷ চার্নেস্কু একজন অ্যাক্রোব্যাট ও এক্সট্রিম অ্যাথলিট৷ তিনি তাঁর স্টান্ট দিয়ে তাঁর দেশ রুমানিয়াকে বিশ্বে পরিচিত করতে চান৷

সেই লক্ষ্যে রুমানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ডোমোগ্লেড-ভালেয়া চের্নেই ন্যাশনাল পার্কে একটি নতুন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তিনি, যার নাম ‘লাইট লাইন'৷ এটি একটি আলোকিত স্ল্যাকলাইন, যা তিনি রাতের বেলায় হেঁটে পার হয়েছেন৷ তবে সেজন্য চার্নেস্কু ও তাঁর দলকে প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে হেঁটে উপরে যেতে হয়েছে – এক-একজনের জন্য ৩০ কেজির বেশি৷ কারণ যেখানে স্ল্যাকলাইনটি স্থাপন করা হবে সেটি একেবারে প্রকৃতির মাঝে অবস্থিত৷

নিজ দেশকে বিশ্বদরবারে নিয়ে যেতে চান চার্নেস্কু

রাতের বেলায় স্ল্যাকলাইন পার হওয়া বেশ কঠিন বলে জানান ফ্লাভিউ চার্নেস্কু৷ ‘‘রাতের বেলায় এই কাজ করা খুব কঠিন৷ কারণ ভারসাম্য রাখার জন্য চারপাশ দেখার প্রয়োজন হয়৷ ফলে যখন আপনি কিছু দেখতে পারেন না, বিশেষ করে অ্যাংকর দেখতে পাননা, তখন ভারসাম্য রাখা ও খাড়া থাকা কঠিন হয়'', বলেন তিনি৷

প্রথমে দিনের আলোতে স্ল্যাকলাইনের উপর দিয়ে হাঁটা পরীক্ষা করেন তিনি৷ তারপর রাতের বেলায় চেষ্টা শুরু করেছিলেন চার্নেস্কু৷ অবশেষে সফল হন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান