‘দেশ গড়ার কাজে রত মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা’ | পাঠক ভাবনা | DW | 07.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘দেশ গড়ার কাজে রত মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা’

এই রিপোর্টটি ছিল অত্যন্ত আকর্ষণীয়৷ তাই ডয়চে ভেলেকে আমি স্যালুট জানাই৷ এই প্রজন্মের ছেলেমেয়েদের এই বিষয়গুলো জানা দরকার৷ মাহমুদ এইচ ফয়সাল, বাংলাদেশ

জিনাতুন নেসা

জিনাতুন নেসা

বীর শহীদ রুহুল আমিনকে আমার হাজার সালাম৷ ডয়চে ভেলে তোমাকে ধন্যবাদ এসব তথ্য জানানোর জন্য৷ তাপস নাথ, কলকাতা৷

আমাকে আমার দেশি ব্লগারদের ভোট দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে৷ যা হোক আপনাদের অনুষ্ঠানে যখন ভোট দিতে আহ্বান করা হয় তখন ভোটদান প্রক্রিয়াটি আরো বিস্তারিতভাবে বললে, ভোট দেওয়া আমাদের জন্য আরো সহজ হবে৷ শেখ মঞ্জুর-ই- মওলা মানিক, খুলনা৷

আমাদের শুভেচ্ছা নেবেন৷ আশাকরি বাংলা বিভাগের সবাই ভালো আছেন৷ আমরাও ক্লাবের সবাই ভালো আছি৷ গত মাসগুলোতে আমরা ২৮ জন নতুন শ্রোতাকে ডয়চে ভেলের অনুষ্ঠান সম্পর্কে অবহিত করাই৷ আপনাদের এফএম ব্যান্ডের অনুষ্ঠান খুব ভালো শোনা যাচ্ছে৷ এই চিঠির সাথে একটা রিপেশন রিপোর্টও পাঠালাম৷ বর্তমানে প্রচারিত পরিবেশনাগুলোর মধ্যে হেল্থলাইন, সবুজ পৃথিবী, পশ্চিমের জানালা, সুরের ভুবন ক্লাবের সদস্যদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে৷ আজ এ পর্যন্তই৷ আ ই মোঃ আবদুল্লাহ, ইন্টার ন্যাশনালরেডিও লিসনার্স ক্লাব, ঘোড়ামারা, রাজশাহী৷

বাংলা আমাদের মায়ের ভাষা, আমাদের প্রিয় মাতৃ ভাষায় সুদূর জার্মানি থেকে ইথারের মাধ্যমে ছড়িয়ে পরে ডয়চে ভেলে বাংলা বিভাগ-এর সকাল ও সন্ধ্যার অনুষ্ঠানমালা৷ সকালে বাংলা দেশের ৬টি শহরে এফএম -এ আর রাতে এফ এমসহ মিডিয়াম ওয়েভে৷ ইন্টারনেট থাকলে তো ডয়চে ভেলে সারাক্ষণ আমাদের সাথী৷ বর্তমান যুগে নানা গণমাধ্যম থাকলেও, আমার মতোই অগণিত বাঙালির প্রিয় বেতার হিসাবে সবার মনে স্থান করে নিয়েছে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান৷ আধুনিক প্রযুক্তি বিদ্যার উত্কর্ষে অন্যান্য গণ মাধ্যমগুলোর যথেষ্ট প্রসার ঘটলেও, শক্তিশালী গণ মাধ্যম হিসাবে আমাদের মতো প্রত্যন্ত জনপদে রেডিও'র কোনো বিকল্প নেই৷ আমদের প্রাত্যহিক জীবনে তথ্য ও বিনোদনের অপরিহার্য মাধ্যম হল রেডিও৷ আর ডয়চে ভেলে বাংলা বিভাগ সেই কাজটি অত্যন্ত গুরুত্ব দিয়ে করে যাচ্ছে৷ ডয়চে ভেলে বাংলা বিভাগ-এর অনুষ্ঠান কেন ভালো লাগে সেটা বলা খুবই কঠিন৷ অনেক কারণ আছে যেমন ডয়চে ভেলে বাংলা বিভাগ-এর অনুষ্ঠানমালার স্বতন্ত্র বৈশিষ্ট, শ্রোতাদের মতামতকে গুরুত্ব দেওয়া, সময় উপযোগী ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান, তরতাজা ও সত্যনিষ্ঠ সংবাদ, মানবিক বাস্তবতার আহ্বান, নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার মন্ত্র, বিছিন্ন ও বিভক্ত মানুষের মনে ক্ষমা ও পুনর্মিলনের পথ রচনা করা৷ তাই আমার প্রিয় বেতার ডয়চে ভেলে বাংলা বিভাগ৷ শুভেচ্ছাসহ , মহঃ হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালী লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান৷

প্রথমেই ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই৷ কারণ ডয়চে ভেলের মাধ্যমেই আমরা আমাদের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারলাম৷ আমাদের নবীনদের নিজ ইতিহাস, সংস্কৃতি এবং মাতৃভাষা সম্পর্কে জানতে সাহায্য করেছে ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশেষ পরিবেশনাগুলো৷ আমার চিঠি অনুষ্ঠানে পড়বেন, এটা কি আশা করতে পারিনা ? রিংকু, বড়বনগ্রাম, মাষ্টারপাড়া, রাজশাহী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ