1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুষ্প্রাপ্য পুঁথি সংগ্রাহক শ্যামল বেরা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৩০ এপ্রিল ২০১৮

প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহ করে সেসব সংরক্ষণ করে বাংলার লোক-সংস্কৃতির অনুসন্ধান করেন শ্যামল বেরা৷ নিজের খরচে নানা জেলায় ঘুরে-ঘুরে পুঁথি সংগ্রহ করেন তিনি৷

https://p.dw.com/p/2wuBp

থাকেন আন্দুল-এ৷ ঘর ভর্তি বইয়ের মাঝে থাকতেই পছন্দ করেন৷ প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহ করে সেসব সংরক্ষণ করে প্রাচীন বাংলার লোক-সংস্কৃতির অনুসন্ধানই তাঁর কাজ৷ নিজের খরচে নানা জেলায় ঘুরে-ঘুরে পুঁথি সংগ্রহ করেন তিনি৷ কিন্তু এইসব দুষ্প্রাপ্য পুঁথি তিনি কেবল নিজের প্রয়োজনে রাখতে চান না৷ তাই সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের উদ্যোগে এইসব পুঁথি ডিজিটাইজ করে নিঃস্বার্থভাবে তুলে দিচ্ছেন গবেষণায়যুক্ত ছাত্র-ছাত্রীদের হাতে৷