1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিবারাত্রির টেস্ট চালু করতে চায় আইসিসি

২১ ডিসেম্বর ২০০৯

ক্রিকেটে এখনও যে ফরম্যাটটিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে টেস্ট ক্রিকেট৷ কিন্তু খেলোয়াড় কিংবা বিশেষজ্ঞরা গুরুত্ব দিলে কি হবে টেস্ট ক্রিকেট কিন্তু আর আগের মত তেমন দর্শক টানতে পারছে না৷

https://p.dw.com/p/L9XK
টেস্ট ক্রিকেটের ঐতিহ্য সাদা পোশাকছবি: AP

তাই ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টির মত টেস্ট ক্রিকেটকেও এখন রঙ্গীন করে তুলতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি৷

প্রস্তাবটি আরও বেশ আগেই উঠেছিল৷ কথাবার্তাও হয়েছে এনিয়ে বেশ৷ তবে আইসিসি এতদিন ধরে বিষয়টিকে এক প্রকার উড়িয়েই দিয়েছে৷ কিন্তু দিন দিন টেস্ট ক্রিকেটে দর্শক কমতে থাকায় এখন নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে আইসিসি৷ বিষয়টি হচ্ছে ওয়ানডের মত টেস্ট ক্রিকেটেও দিবারাত্রির ম্যাচ চালু করা৷ আইসিসির প্রেসিডেন্ট ডেভিড মরগ্যান সম্প্রতি বলেছেন, ম্যাচের টিকিটের হিসাব করে দেখা যাচ্ছে যে বেশ কিছু দেশে টেস্ট ক্রিকেট এখন আর অত জনপ্রিয় নয়৷ আমরা চাই ইংল্যান্ডের মত অন্যান্য দেশেও টেস্ট ক্রিকেট জনপ্রিয় হয়ে থাকুক৷ উল্লেখ্য, ইংলিশ ক্রিকেটে এখনও বেশ জনপ্রিয় টেস্ট ম্যাচ৷ অপরদিকে ভারতীয় উপমহাদেশে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চাপে ক্রমেই টেস্ট ক্রিকেট দর্শকদের আগ্রহ হারাচ্ছে৷

Younis Khan im Spiel England Pakistan
দিবারাত্রির ওয়ানডে ম্যাচে চালু হয় রঙ্গীন পোশাক ও সাদা বলছবি: AP

আইসিসি প্রেসিডেন্ট মরগ্যান দিবারাত্রির টেস্ট ম্যাচের প্রসঙ্গে বলেন, আমরা যদি অস্ট্রেলিয়ার মত দেশে তাকাই যেখানে খুব গরম আবহাওয়া, অথচ ক্রিকেট স্টেডিয়ামগুলো বেশ বড় তাহলে সেখানে দিবারাত্রির টেস্ট ম্যাচই বেশি উপযুক্ত৷ তিনি আরও বলেন, ১৮ মাস আগেও আমাকে কেউ একথা বললে আমি খুব একটা আগ্রহ দেখাতাম না, তবে বিগত ১৩০ বছরে টেস্ট ক্রিকেট অনেকটা বদলে গেছে৷ আমি অবাক হবো না যদি আগামী দুই বছরের মধ্যে দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে দেখি৷

টেস্ট ক্রিকেটে যদি দিবারাত্রির ম্যাচ চালু হয় তাহলে ওয়ানডের মত এখানেও অনেক পরিবর্তন আসবে৷ দিবারাত্রির ওয়ানডে ক্রিকেটে লাল বলের পরিবর্তে সাদা বল চালু হয়, পোশাক হয়ে ওঠে সাদার বদলে রঙ্গীন৷ টেস্ট ক্রিকেটেও পোশাক আর সাদা থাকবে না৷ এছাড়া লাল বলের জায়গায় গোলাপি রংয়ের বল চালু করার প্রস্তাব নিয়েও ক্রিকেটাঙ্গনে আলোচনা চলছে৷ ফ্লাড লাইটের আলোয় সাদা বলের চেয়ে নাকি গোলাপি বল বেশি দেখা যায়৷

আইসিসির লক্ষ্য যে করেই হোক টেস্ট ক্রিকেটকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রাখতে হবে৷ এজন্য প্রয়োজনীয় যে কোন ধরণের পরিবর্তন আনার বিষয়টিই তারা বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই