1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিব্বতে বৌদ্ধ ধর্মকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে চীন : দলাই লামা

১১ মার্চ ২০১০

তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দলাই লামার অভিযোগ, চীনা সরকার তিব্বতে ‘বৌদ্ধ ধর্মকে নিশ্চিহ্ন’ করার চেষ্টা চালাচ্ছে৷ ১০ই মার্চ চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিদের ব্যর্থ অভ্যুত্থানের ৫১তম বার্ষিকীতে দেওয়া ভাষণে একথা বলেন তিনি৷

https://p.dw.com/p/MPSt
দলাই লামা (ফাইল ছবি)ছবি: AP

উত্তর ভারতে তিব্বতের নির্বাসিত সরকারের কেন্দ্র ধর্মশালা শহরে আয়োজিত এক সমাবেশে দলাই লামা বলেন, নারী পুরুষ নির্বিশেষে ভিক্ষুদেরকে কারারুদ্ধ অবস্থার মতো জীবনযাপনে বাধ্য করা হচ্ছে এবং তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মচর্চারও সুযোগ দেওয়া হচ্ছে না৷ তিনি আরও অভিযোগ করেন, তিব্বতের বৌদ্ধ বিহারগুলোতে হস্তক্ষেপ করে ‘বিশেষ দেশপ্রেম শিক্ষা কর্মসূচি' চালানোর চেষ্টা করছে চীন৷

তিব্বতে চীনের সামরিক অভিযানের পর ১৯৫৯ সালের এক ব্যর্থ অভ্যুত্থান শেষে মাতৃভূমি ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন দলাই লামা এবং তাঁর বহু অনুসারী৷ অভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে প্রতি বছরই এই দিনে ধর্মশালায় বক্তৃতা করেন দলাই লামা৷

ওদিকে, এই দিনটি উপলক্ষ্যে তিব্বতিদের যে কোনো বিক্ষোভ ঠেকাতে তিব্বতে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে চীন৷ এ দিনটি একইসঙ্গে তিব্বতের রাজধানী লাসায় চীন বিরোধী বিক্ষোভ থেকে ভয়াবহ জাতিগত দাঙ্গার দ্বিতীয় বর্ষপূর্তিও৷ ২০০৮ সালে লাসার ওই সহিংসতায় সরকারি হিসেবে কমপক্ষে ১৮ জন নিহত এবং কয়েকশত আহত হয়৷ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা লাসার উপ পুলিশ কমিশনার মা জুন এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘‘অপরাধ ঠেকাতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে৷''

বুধবারের এই ভাষণে তিব্বতের সীমানা ছাড়িয়েও চীনা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করতে ছাড়েননি দলাই লামা৷ সিনজিয়াং প্রদেশে চীনের ভূমিকার সমালোচনা করে জাতিগত সংখ্যালঘু উইগুর সম্প্রদায়ের মানুষদের প্রতি নিজের সমর্থন জানান দলাই লামা৷ স্বাধীনতাপন্থি নির্বাসিত উইগুর সম্প্রদায়ের মানুষরা নিজেদের মাতৃভূমিকে যেভাবে ‘পূর্ব তুর্কিস্তান' বলে অভিহিত করে দলাই লামাও একইভাবে ওই অঞ্চলটিকে ‘পূর্ব তুর্কিস্তান' হিসেবে উল্লেখ করেন৷

তিনি বলেন, ‘‘আসুন, আমরা পূর্ব তুর্কিস্তানের মানুষদের কথাও স্মরণ করি৷ যারাও মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং ক্রমাগত নিপীড়িত হচ্ছে৷'' দলাই লামা বলেন, ‘‘আমি তাদের সঙ্গে আমার সৌহার্দ্য প্রকাশ করছি এবং দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়াচ্ছি৷''

চীনের সরকার সিনজিয়াং প্রদেশে উইগুর সম্প্রদায়ের স্বাধীনতাপন্থিদের আন্দোলন দমনে সম্প্রতি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে৷ সেখানে ব্যাপক নিরাপত্তা কড়াকড়িসহ ব্যাপক ধরপাকড় চলছে৷ গত বছর সেখানকার সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের সঙ্গে উইগুরদের দাঙ্গায় কমপক্ষে ২০০ মানুষ প্রাণ হারান৷

বিশ্লেষকরা বলছেন, দলাই লামার এমন স্পষ্ট বক্তব্যে চীনের সঙ্গে সংলাপ প্রক্রিয়ার সাম্প্রতিক ব্যর্থতার হতাশা ফুটে উঠেছে৷ যদিও তিনি বলে আসছেন আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে এখনও অঙ্গীকারবদ্ধ তিনি৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : সঞ্জীব বর্মন