1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলা প্রশাসক না রাজা-বাদশাহ!

২৭ সেপ্টেম্বর ২০১৬

তিনি একজন জেলা প্রশাসক৷ বদলির চাকরি৷ কিন্তু ময়মনসিংহ থেকে নিয়মমাফিক বদলির আগে তিনি কখনো ঘোড়ায় চড়লেন, কখনো রাজার পোশাক পরে আলোকিত করলেন সভা, কখনো সোনার কোটপিন গ্রহণ করে ধন্য হলেন৷ তাঁর শাস্তি চেয়েছে দুদক৷

https://p.dw.com/p/2Qd23
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: ASAblanca/Rene van Bakel

ময়মনসিংহ জেলার বিদায়ী জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি এখন খুবই আলোচিত এবং সমালোচিত নাম৷ তিনি এখন জাতীয় সংবাদ মাধ্যমের বড় খবর৷ অবশ্য খবর হওয়ার কারণটি খুব অস্বাভাবিক এবং অনাকাঙ্খিত৷ তিন বছর ময়মনসিংহে জেলা প্রশাসকের দায়িত্ব পালনের পর অবশেষে বদলি হচ্ছেন৷ তাই যেন সংবর্ধনার উৎসব শুরু হয়ে গেল ময়মনসিংহে৷ সেসব সংবর্ধনায় একজন সরকারি আমলাকে নিয়ে যা যা হলো, তার অনেক কিছু শুধু রাজারাজরাদেরই হয়ত মানায়৷ 

গনমাধ্যমের খবর অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে ৩০ থেকে ৩৫ সংবর্ধনা অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করেছেন মুস্তাকিম বিল্লাহ ফারুকি৷ কোনো অনুষ্ঠানে তাঁকে পরিয়ে দেয়া হয় সোনার কোটপিন৷ এক অনুষ্ঠানে তিনি নাকি রাজা-বাদশাহদের কায়দায় ঘোড়ায় চড়ে দিব্যি ঘুরে বেড়িয়েছেন৷ আরেকটি অনুষ্ঠানে তিনি এবং তাঁর স্ত্রী সংবর্ধনা নিয়েছেন পুরোপুরি রাজার পোশাক-পরিচ্ছদ পরে৷

বিষয়গুলো সংবাদমাধ্যমে উঠে আসায় দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা৷ একজন সরকারি কর্মকর্তার এমন সংবর্ধনা নেয়ার বিষয়টির সমালোচনা করে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ 

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান