1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিনদিনের সফরে ভারতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

১৮ অক্টোবর ২০১০

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গিডো ভেস্টারভেলের এটিই প্রথম ভারত সফর৷ রবিবার সন্ধ্যায় তিনি নতুন দিল্লি পৌঁছেন৷ জার্মানির বেশ কিছু সাংসদ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধি তাঁর সাথে রয়েছেন৷

https://p.dw.com/p/Pgz5
FDP, Guido Westerwelle, গিডো ভেস্টারভেলে
জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: AP

ভেস্টারভেলে তাঁর ভারত সফরে পরমাণু শক্তিধর ভারতকে পরমাণু নিরস্ত্রীকরণে জোর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন৷ বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে৷ বৈঠকের পর ভেস্টারভেলে বলেন, ভারত যদি সিটিবিটি অর্থাৎ পরমাণু অস্ত্রের প্রসার রোধ সংক্রান্ত চুক্তি অনুমোদন করে তবে সেটা হবে সামনের দিকে এক বড় পদক্ষেপ৷ পরে ভেস্টারভেলে একইসাথে ভারতের কাছে জার্মান অস্ত্র সরবরাহের ব্যাপারে আগ্রহের কথা জোর দিয়ে উল্লেখ করেন৷ তিনি বলেন, এক্ষেত্রে জার্মান কোম্পানিগুলো জার্মান সরকারের সমর্থন আশা করতে পারে৷ এরকম আভাস আছে যে, ভারত তার বিমান বাহিনীকে আরো আধুনিক করে তুলতে চায় এবং তার জন্য ইউরো ফাইটার বিমান সংগ্রহ করা যায় কি না ভারত সরকার তা খতিয়ে দেখছে৷ এরকম আশা করা হচ্ছে যে, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং খুব সম্ভবত ডিসেম্বর মাসে যখন বার্লিন সফর করবেন তখন এ বিষয়টি নিয়ে আলোচনা হবে৷

Manmohan Singh
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’এর সঙ্গে আলোচনারত জার্মান পররাষ্ট্রমন্ত্রীছবি: picture-alliance/dpa

আগামী ১ জানুয়ারি থেকে জার্মানি এবং ভারত দু'টি দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে কাজ করবে দু'বছরের জন্য৷ এই সময়ে উভয় দেশই অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে তাদের তৎপরতা চালাবে৷ ভেস্টারভেলে জানান, জি ৪ গ্রুপভুক্ত দেশগুলো অর্থাৎ ব্রাজিল, জাপান, ভারত ও জার্মানি জাতিসংঘের সাংগঠনিক সংস্কার পদক্ষেপ নির্দিষ্ট করার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে পরবর্তী কোন এক সময় আলোচনায় বসবে৷ ভেস্টারভেলে বলেন, জার্মানি এবং ভারত এক অভিন্ন মূল্যবোধের মাঝে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত৷ নতুনদিল্লিতে প্রযুক্তি ইন্সটিটিউটে দেয়া এক ভাষণে তিনি বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছাড়া বিগত বছরগুলোতে ভারতের অর্থনৈতিক সাফল্য সম্ভব ছিল না৷

২০১১-১২ অর্থ বছরে ভারতে জার্মান বর্ষ এবং ২০১২-১৩ অর্থ বছরে জার্মানিতে ভারত বর্ষ উদযাপনের ব্যাপারে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে এই সফরে৷ এছাড়া মঙ্গলবার ভারতের বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মার সাথে বৈঠক করবেন ভেস্টারভেলে৷ এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে বলে মনে করছেন কূটনীতিকরা৷ ২০১২ সালের মধ্যে দু'দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ২০ বিলিয়ন ইউরোতে উন্নীত করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে ভারত এবং জার্মানি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক