1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ান সফরে দালাই লামা

৩১ আগস্ট ২০০৯

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার তাইওয়ান সফর রাজনৈতিক সফর কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ অগাস্ট মাসের শুরুতে তাইফুন মরাকট কেড়ে নিয়েছে অন্তত ৫০০ মানুষের জীবন৷

https://p.dw.com/p/JMeG
ছবি: AP

তাদের আত্মার শান্তি কমনা করতে এবং বেঁচে থাকা পরিবারদের সান্ত্বনা দিতেই দালাই লামার তাইওয়ান সফর৷ চীন সন্দেহ করছে এর সঙ্গে তিব্বত এবং তাইওয়ানের স্বাধীনতা সংক্রান্ত দাবির যোগসুত্র রয়েছে৷ তবে সেকথা পুরোপুরি অস্বীকার করেছেন দালাই লামা৷ তিনি জানান, আমাকে একজন অনুরোধ জানিয়েছে এখানে এসে সবার সঙ্গে আত্মীয় এবং প্রিয়জন হারানোর বেদনার অংশীদার হতে৷ সে জন্যেই আমি এখানে এসেছি৷

তাইওয়ানের সিয়াওলিনে সংবাদিকদের এ কথাগুলোই বললেন সোমবার দালাই লামা৷ গত বুধবার তাইওয়ানের রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সদস্য এবং খাওশিউং এর মেয়র চেন চু জানান, তিনি এবং আরো ৬ জন স্থানীয় সরকারের প্রতিনিধি দালাই লামাকে আমন্ত্রণ জানিয়েছেন৷ উদ্দেশ্য, যারা প্রলয়ংকর টাইফুন মরাকটে প্রাণ হারিয়েছে তাদের আত্মার জন্য প্রার্থনা এবং যারা বেঁচে আছে তাদের সহানুভূতি এবং আশ্বাস প্রদান করা৷

সিয়াওলিনের যে স্থানে ভূমিধ্বস হয়েছিল সেখানে দালাই লামা যান, প্রায় ১৫ মিনিট নীরবে প্রার্থনা করেন এবং প্রার্থনা শেষে ফুল ছড়িয়ে দেন৷ উপস্থিত অনেকেই তখন আবেগাপ্লুত হয়ে পড়ে৷ প্রার্থনা শেষে দালাই লামা যখন চলে যাচ্ছিলেন তখন টাইফুনে স্বজন হারানো ওয়ান মিং লিয়াং তাঁর কাছে এসে বসে, তাকে আশীর্বাদ করেন দালাই লামা৷

Dalai Lama in Taiwan
তাইওয়ানে দালাই লামাছবি: AP

তবে তাইওয়ানের অনেকেই ছিলেন দালাই লামার এই সফরের বিরোধী৷ বিক্ষোভকারীরা - ‘দালাই লামা ফিরে যাও' এসব লিখে প্রতিবাদ মিছিল করে৷ দালাই লামার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি হেসে বলেছেন, কোন সমস্যা নেই৷ আমি এটা সমর্থন করছি৷ এ হল গণতন্ত্রের একটি অংশ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া৷

তাইওয়ান সরকার জানিয়েছে দালাই লামার সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার কোন পরিকল্পনা তাদের নেই৷ এর মূল কারণ হিসেবে বলা যেতে পারে চীনের সঙ্গে কোন অবস্থাতেই তাইওয়ান কোন ধরণের বিরোধের সূচনায় আগ্রহী নয়৷ চীন দালাই লামাকে 'বিচ্ছিন্নতাবাদী' বলে অভিহিত করে থাকে৷ চীন জানিয়েছে, দালাই লামার এই সফরের একটি নেতিবাচক প্রভাব অবশ্যই চীন এবং তাইওয়ানের সম্পর্কের ওপর পড়বে৷ দালাই লামার ওপর তাদের সজাগ দৃষ্টি রয়েছে - বলেন চীনের ক্যাবিনেট সদস্য, তাইওয়ান বিষয়ক কর্মকর্তা লী ইয়াফেই৷

এর আগে দু বার দালাই লামা তাইওয়ান সফরে গেছে তখন তাইওয়ানের প্রেসিডেন্ট মা য়িং জিও-র সঙ্গে তিনি দেখা করেছেন৷ তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে৷ প্রেসিডেন্টের মুখপাত্র জানান, কোন রকম আলোচনা বা দেখা করার পরিকল্পনা প্রেসিডেন্টের আপাতত নেই৷ এমনকি ভাইস প্রেসিডেন্ট, সংসদের স্পীকার এবং ক্ষমতাসীন দল কুওমিনটাং দলের প্রধান - কেউই দালাই লামাকে সময় দিতে পারছেন না বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক