1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদের জন্য বিকল্প রাখতে হবে: শেখ হাসিনা

২৭ এপ্রিল ২০১১

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারে মেয়াদ ৩ মাস নির্দিষ্ট করার পরামর্শ দিয়েছেন৷ সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিকল্প রাখার কথাও তিনি বলেছেন৷

https://p.dw.com/p/114lk
ছবি: picture-alliance / dpa

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল বিশেষ সংসদীয় কমিটির কাছে সংবিধান সংশোধনে তাদের মতামত দিয়েছে৷ সংসদ ভবনে কমিটির সঙ্গে তাদের প্রায় ৩ ঘন্টা বৈঠক হয়৷ বৈঠকের পর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সাংবাদিকদের কাছে কমিটির সামনে তার দেয়া মতামত তুলে ধরেন৷ প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তারা সুনির্দিষ্ট মতামত দিয়েছেন৷ তারা চান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস করা হোক৷ এবং এই সময়ের মধ্যে তারা নির্বাচন করতে না পারলে তাদের আর নির্বাচন করার সুযোগ থাকবেনা৷

আওয়ামী লীগ মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি ছাড়াও অন্যান্য মহল থেকে নিয়োগ দেয়ার বিকল্প ব্যবস্থা থাকতে হবে৷ বিচারপতিদের ইম্পিচ করার ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার পক্ষেও অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী জানান, তার সরকার ও দল কোন ধর্মকে কোন ধর্মের উপর প্রাধান্য দেয়ার বিরোধী৷ তবুও রাষ্ট্রধর্মের বর্তমান ব্যবস্থা বহাল রেখে সব ধর্মের সমান মর্যাদা সাংবিধানিকভাবে নিশ্চিত করার কথা তিনি বলেছেন৷

বর্তমান সরকার ক্ষতায় আসার পর দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়৷ সংবিধান সংশোধনে গত ২১শে জুলাই সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর নেতৃত্বে ১৫ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক