1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় বিডিআর বিদ্রোহ

সাগর সরওয়ার২৫ ফেব্রুয়ারি ২০০৯

বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর জওয়ানরা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে জানা গেছে৷ ঢাকায় পিলখানায় বিডিআর সদর দফতরে প্রচন্ড গোলাগুলি হচ্ছে বলে আমাদের ঢাকা সংবাদদাতা হারুনর রশিদ স্বপন জানিয়েছেন৷

https://p.dw.com/p/H0jA
বিডিআর সদর দপ্তর৷ছবি: DW/Swapan

স্বপন জানান, গত মঙ্গলবার বিডিআরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাধারণ সৈনিকদের দাবি দাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করতে চাইলেও কর্মকর্তারা তা দিতে দেননি৷ এ নিয়ে আজ সকাল নয়টার দিকে বিডিআর সদর দফতরের দরবার হলে সাধারণ সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে বিষয়টি গোলাগোলির পর্যায়ে চলে যায়৷

স্বপন জানান, সকালে সাধারণ সৈনিকরা সেনাবাহিনী থেকে আগত অফিসারদের আটকে রাখে৷

অফিসারদের সঙ্গে সাধারণ সৈনিকদের গোলাগোলির ঘটনাটি আশেপাশের পাচ কিলোমিটার এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে৷ রাজধানিতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে৷

ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ এই গোলাগোলিরর ঘটনা স্বীকার করে বলেছেন, তারা এ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন৷

এ এলাকার একটি অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ সময় সোয়া এগাররোটা পর্যন্ত সেখানে গোলাগুলি চলছিলো৷ পিলখানায় সেনা বাহিনীর সদস্যরা গিয়ে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে৷ আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে৷

শহরে বিডিআর সদস্যের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে৷ তবে এর সত্যতা জানা যায়নি৷ পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷