ডয়চে ভেলের অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে | ডিডাব্লিউ'কে জানুন | DW | 19.11.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

ডয়চে ভেলের অ্যাপ ডাউনলোড করবেন যেভাবে

যুগটা এখন অ্যাপ-এর৷ স্মার্টফোন অ্যাপ-এর মাধ্যমেই মানুষ এখন অনলাইনে সামাজিক যোগাযোগ রক্ষা থেকে ট্রেনের টিকিট কাটা, সংবাদ পড়া সবই করছে৷ চলুন জেনে নেই কিভাবে পাওয়া যাবে এই অ্যাপ৷

ডয়চে ভেলের নিউজ অ্যাপটি সম্পূর্ণ ‘ফ্রি'৷ অর্থাৎ ইন্টারনেট সংযোগ আছে স্মার্টফোনে বা ট্যাবলেটে – সেটি আইওওস (অ্যাপল), অ্যান্ড্রয়েড, উইন্ডোজ বা সিম্বিয়ান, যে অপারেটিং সিস্টেমই হোক না কেন – এটি ডাউনলোড করা যাবে৷ আর অ্যাপটি অন্য অনেক নিউজ অ্যাপ-এর চেয়ে আলাদা এ জন্য যে, বাংলা ইংরেজিসহ ২৯টি ভাষায় এটিতে সংবাদ পড়ার সুযোগ রয়েছে৷ শুধু তাই নয়, যাঁরা ইন্টারনেট খরচ সাশ্রয় করতে চান, তাঁরা অ্যাপটি অফলাইন মোডেও ব্যবহার করতে পারেন৷ পাশাপাশি কম গতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘টেক্সট মোড৷'

ডয়চে ভেলের নিউজ অ্যাপটি মাল্টিমিডিয়া কনটেন্টের জন্য পুরোপুরি উপযোগী৷ শুধু নিউজ পড়া বা ছবি দেখা নয়, লাইভ টিভি দেখার সুযোগও রয়েছে এতে৷ রয়েছে দুনিয়ার যে কোনো প্রান্তে বড় কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ‘নোটিফিকেশন' পাবার সুযোগ৷

আরো একটি সুবিধার কথা না বললেই নয়৷ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে ছবি বা ভিডিও পাঠানো সম্ভব অ্যাপটি ব্যবহার করে৷ ফলে অ্যাপটির ব্যবহারকারীদের থাকছে নিজেই ‘সিটিজেন জার্নালিস্ট' হয়ে ওঠার সুযোগ৷ অ্যাপটি ব্যবহার করতে এবং হালনাগাদ বিভিন্ন সুবিধা সম্পর্কে জানতে ডাউনলোড করুন নীচের যে কোনো লিংক থেকে: