‘ডয়চে ভেলে থেকে নানা ধরনের খবর পাই’ | পাঠক ভাবনা | DW | 10.09.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে থেকে নানা ধরনের খবর পাই’

বন্ধু সোহেল রানা হৃদয়ের মন্তব্য ‘‘নিয়মিত ​ডয়চে ভেলের সাথে আছি৷ ইদানীং ওয়েবসাইটে তেমন উল্লেখ করার মতো ভালো প্রতিবেদন দেখছি না৷ তবে তারপরও নানা ধরনের খবর পাই আপনাদের কাছেই৷’’

সোহেলের পরের মন্তব্য, ‘‘‘জাওয়াহিরি এখন ঢাকায়' প্রতিবেদনের শিরোনামটি দেখে চমকে উঠেছিলাম৷ পরে বিস্তারিত পড়ে বিষয়টি জানলাম৷ বাংলাদেশেকে অনেক দেশই জঙ্গি রাষ্ট্র বানাতে চেষ্টা করে থাকে৷ নানা প্রলোভনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়৷ তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষই ভালো, তাই এখনও আমরা কিছুটা হলেও অন্য দেশের তুলনায় ভালো আছি৷ ডয়চে ভেলের ছবিঘরগুলো বেশ ভালো লাগছে৷ ভালো থাকবেন৷ মো.সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা৷''

পরের ই-মেলটি পাঠিয়েছেন প্রফেসার আশারাফুল ইসলাম৷ তিনি লিখেছেন, ‘‘ডয়চে ভেলের স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদনগুলো আমার বেশ ভালো লাগে৷ কারণ এ সব তথ্য সুস্থভাবে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজন৷ ‘সব ঋতুতে সুস্থ থাকুন' শিরোনামে ডয়চে ভেলের প্রতিবেদনটি মনযোগ সহকারে পাঠ করলাম৷ আসলে ঋতু পরিবর্তনের সময় অনেকেরই শরীর খারাপ হয়৷ শীতে সর্দি, কাশি ও জ্বর প্রায় সব মানুষকেই আক্রান্ত করে৷ তবে শীতে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর বিষয়টি খুবই আনন্দদায়ক অনুভূতি বটে৷ শীতে শরীর ভালো রাখার উপায় নিয়ে ডয়চে ভেলের পরামর্শগুলো অবশ্যই মনে রাখবো৷ তবে শীতে মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করার বিষয়টি ভাবতে এখনই কষ্টবোধ করছি৷ ঋতু ভিত্তিক এ জাতীয় প্রতিবেদন আরো চাই৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন