‘ডয়চে ভেলে থেকে অনেক তথ্য পাই' | পাঠক ভাবনা | DW | 22.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলে থেকে অনেক তথ্য পাই'

জলিরপাড় থেকে বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, ‘কমছে মৃত্যুর হার, বাড়ছে পরমায়ু' শিরোনামের লেখাটি পড়ে বিস্মিত হলাম৷ গরিব দেশগুলিতে ২০ বছরে মানুষের প্রত্যাশা বেড়েছে, সারা বিশ্বের মানুষদের আয়ু বেড়েছে৷

এই প্রতিবেদনটি থেকে অনেক তথ্য পাওয়ায় ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাতে ভোলেননি বন্ধু বিধান চন্দ্র টিকাদার৷

এবার আইপড পাওয়ার আবদার জানিয়ে লেখা দুটো ই-মেল৷ প্রথমটি লিখেছেন ববি মন্ডল শরৎ, হাসিমপুর, নাটোর, বাংলাদেশ থেকে৷ তাঁর ভাষায়, ‘‘ডয়চে ভেলের ওয়েবসাইটে আমার লেখা প্রকাশের জন্য ধন্যবাদ৷ আমার খুব ভালো লেগেছে৷ আমি আপনাদের কাছে থেকে শুভেচ্ছা উপহার হিসেবে একটি আইপড প্রত্যাশা করি৷''

ঢাকা থেকে ওবায়দুল বাবু লিখেছেন, ‘‘আমার ছোট বোন আইভি গান শুনতে খুব পছন্দ করে৷ ওর জন্মদিনে একটা আইপড দিতে চাই৷ আমাকে একটা আইপড গিফট করেন৷ ওর জন্মদিনে দেবো৷ আপনাদের তো অনেক আইপড আছে...৷''

- লেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ৷ তবে আমাদের নতুন পাঠক শরৎ এবং বাবুকে জানাই, আইপড দেওয়া হয় কুইজের পুরস্কার হিসেবে, শুধুমাত্র বিজয়ী বন্ধুদের৷ আপনাদের অনুরোধ করবো নিয়মিত আমাদের সাথে থেকে প্রতি সপ্তাহের ফেসবুক কুইজে অংশ নিন৷ আমাদের বিশ্বাস, কোনো এক সময় নিশ্চয়ই আপনারাও বিজয়ী হবেন এবং আইপড পুরস্কার পাবেন৷

সবাই ভালো থাকুন আর ডয়চে ভেলের সঙ্গেই থাকুন!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন