1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোনাল্ড ট্রাম্প যদি উদ্বাস্তু হতেন!

৩১ মে ২০১৭

সিরীয় চিত্রকর আবদাল্লা আল-ওমারি শুধু এমন কল্পনাই করেননি, ছবি এঁকে দেখিয়েছেনও সেই দৃশ্য৷ সেভাবেই ওবামাকে দেখা গেছে খাবারের লাইনে৷ দুনিয়ার বিবেককে নাড়া দেবার এক অদ্ভুত পন্থা৷

https://p.dw.com/p/2dsQr
ডোনাল্ড ট্রাম্প
ছবি: picture alliance/AP Photo/L. Bruno

ছবি আঁকতে জানেন ওমারি৷ আঁকেন বাস্তবধর্মী পদ্ধতিতে, কাজেই পুটিন, এর্দোয়ান, ডেভিড ক্যামেরন, বিশ্বের মহা প্রতাপশালী নেতাদের স্পষ্ট চেনা যায় – ঠিক সেই পরিমাণে চমকে দেয় ওমারির ছবিতে তাদের বিষাদমলিন মুখ, জীর্ণ পোশাক-আশাক৷ বাদশা থেকে ফকির করে দিয়েছেন এদের ওমারি৷ তাঁর এই ছবির পর্যায়ের নাম দিয়েছেন ‘অরক্ষিত’৷

‘‘আমাদের অবস্থায় পড়লে বিশ্বনেতাদের যে কী দশা হতো, সেটাই আমি কল্পনা করতে চেয়েছিলাম,’’ বলেছেন ওমারি৷ তাঁর এই অভিনব শিল্পকলার জন্ম ২০১৪ সালে, সিরিয়ার ইয়ারমুক উদ্বাস্তু শিবিরে, তিনি নিজেই যখন উদ্বাস্তু৷ তাঁর নিজের কথায়, তিনি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলেন, ছবি এঁকে প্রতিশোধ৷

পরে সেটাই হয়ে দাঁড়ায় এই প্রতাপশালীদের তাদের ক্ষমতার বৃত্তের বাইরে কল্পনা করে তাদের ‘নিরস্ত্র’ করার একটা পন্থা৷ তাই ওমারির তুলি থেকে উত্তর কোরিয়ার কিম জং-উন বা সিরিয়ার বাশার আল- আসাদ, কেউই রেহাই পাননি৷ হাস্যরসও মিশেছে ব্যঙ্গের সঙ্গে৷ কাঙালদের খাবারের লাইনে ওবামার পিছনেই উঁকি দিচ্ছেন কোরিয়ার কিম৷ উদ্বাস্তুদের ভিড়ে ট্রাম্প আর পুটিনকে একসঙ্গে দেখার সৌভাগ্যও হয়েছে৷

এসি/এসিবি