1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় নতুন সরকার

আরাফাতুল ইসলাম২৩ ফেব্রুয়ারি ২০০৯

গত ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে কয়েকটি নতুন বিষয় দেখা গেছে৷ প্রথমত ছবিযুক্ত ভোটার তালিকা আর দ্বিতীয়ত নির্বাচনকেন্দ্রীক তথ্য প্রযুক্তির ব্যবহার৷ জাতীয় নির্বাচনের প্রায় সকল তথ্য ইন্টারনেটে যোগ করা হয়৷

https://p.dw.com/p/Gzdh
ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে৷ছবি: DW

বিশেষ করে জাতীয় নির্বাচনের তাৎক্ষনিক ফলাফল ইন্টারনেটে প্রকাশ করে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন৷ বিশেষজ্ঞদের মতে, জনগনের কাছে তথ্যের অবাধ প্রবাহ দূর্নীতি দমনে সহায়ক৷ আর এই কথারই যেন প্রমাণ রাখলো এবারের জাতীয় নির্বাচন৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চালিয়েছিলেন নির্বাচনী প্রচারণা, কথা বলেছিলেন ভোটারদের সঙ্গে৷

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তথ্য প্রযুক্তি কার্যকর ব্যবহার বেশ ভালভাবেই শুরু হয়েছে বাংলাদেশে৷ বিশেষ করে নব গঠিত সরকার আলোচনায় নিয়ে এসেছে 'ডিজিটাল বাংলাদেশ'৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলেন, আমাদের প্রকৃত বিজয় তখনই হবে, যখন আমরা বাংলাদেশকে একটি আধুনিক, বিজ্ঞান-প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো৷