‘ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো সংকীর্ণতার পরিচয়’ | পাঠক ভাবনা | DW | 06.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো সংকীর্ণতার পরিচয়’

নিয়মিত শ্রোতাবন্ধু হাফিজ-আল-আসাদ ঢাকা থেকে ইমেলে লিখেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশ সরকার সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে৷ আমি মনে করি দেশ ও জাতির স্বার্থে এ ধরনের মানসিকতা পরিহার করা উচিত৷

মুন্সীপাড়া, কাজির হাট, কালুর ঘাট, চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু শামীম আহমেদ গত ২০ বছর থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন৷ চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনারা বাংলাদেশের সঠিক খবর প্রচার করেন সেজন্য আপনাদের ধন্যবাদ'৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের সুপ্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয় ভাল আছেন৷ এদিকে আমরাও ক্লাবের সবাই খুব ভাল আছি৷ আজ থেকে সারা বাংলাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে৷ এবারের এইচএসসি পরীক্ষায় আমাদের ক্লাবের ২৫ জন সদস্য/সদস্যা অংশগ্রহণ করেছে৷ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই ২৫ জন শ্রোতা আপনাদের রেডিও'র অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট দেখতে পারবে না৷ পরীক্ষা শেষ হলে আবার যথারীতি আবার শুরু করবে৷ ওদের জন্য দোয়া করবেন, যাতে খুব সুন্দরভাবে পরীক্ষা সমাপ্ত করতে পারে৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া৷

আপনাদের অনুষ্ঠানের মান আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে, আরো উন্নত হয়েছে৷ বাংলাদেশের স্বাস্থ্যসেবা দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডাক্তারদের স্বেচ্ছাচারিতার কারণে৷ তাই ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধিকে দিয়ে বিষয়টি সম্পর্কে একটি রিপোর্ট করানোর প্রস্তাব দিয়েছেন মো: রাশেদ চৌধুরী, মধ্য পাইকপাড়া, ঢাকা থেকে৷

পত্রের প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷ আপনারা বর্তমানে শর্টওয়েভ ও মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার বন্ধ করে দিয়েছেন৷ ফলে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনতে আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে৷ তাই নিয়মিতভাবে এই অনুষ্ঠান শোনা সম্ভব হচ্ছে না যার ফলে মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে থাকে৷ ইন্টারনেটে সময় সুযোগমত অনুষ্ঠান শুনছি তবে ঠিকমত মন ভরছে না৷ আপনাদের ওয়েবসাইটের তুলনা হয় না৷ বিশ্বের নানা অজানা তথ্য ও ঘটনাবলীর বিবরণ বিস্তারিতভাবে জানার সুযোগ ঘটছে একথা ঠিক৷ ধন্যবাদসহ বিশ্বনাথ মন্ডল, সভাপতি ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চক হরহরিয়া, ইসলামপুর, মুর্শিদাবাদ৷

প্রিয় ডয়চে ভেলে, বঞ্চিত ভারত থেকে লিখছি৷ এখন বাংলা অনুষ্ঠান বাংলাদেশের শ্রোতাদের জন্য যতোটা কাছাকাছি এসেছে, ঠিত ততোটাই ভারতীয় শ্রোতাদের কাছ থেকে দূরে সরে গেছে৷ এ ব্যাপারে পরে লিখবো তবে এখন অনিয়মিতভাবে অনলাইনে অনুষ্ঠান শুনছি৷ ভালো লাগছে তবে অনুষ্ঠানে মান অনেকটা নীচে নেমে গেছে৷ সৌমিত্র রায়, প্রিন্সিপাল আই সোসাইটি-তথ্যসমাজ, সিংহপুর, পশ্চিম মেদেনীপুর৷

গত রাতে ক্যাম্পাস পর্বে প্রচারিত জাপানি ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং ভূমিকম্প পরবর্তী জাপানিদের সহয়তা বিষয়ে আলোচনা খুবই ভাল লেগেছে৷ মাঝে মাঝে পুনঃপ্রচারিত ফিচার পর্বগুলোর স্থলে পূর্বে প্রচারিত কোন ইনবক্স প্রচার করা যেতে পারে৷ যাদের এফএম শোনার সুযোগ নেই তারা কিন্তু সকালের ইনবক্স পর্ব শোনা থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে৷ এদের জন্য বিকল্প কোন ব্যবস্থা নেওয়া হোক৷ এম এ রশিদ, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, মিরপুর, কুষ্টিয়া৷

ডয়চে ভেলের অনুষ্ঠান আমার কাছে খুবই প্রিয় যদিও এটাই আমার প্রথম লেখা চিঠি৷ ডয়চে ভেলের অনুষ্ঠান ব্যাপক তথ্যমূলক ও আনন্দদায়ক৷ এর মাধ্যমে জানতে পারি অনেক অজানা তথ্য, জাগে অজানাকে জানার আরো নেশা৷ গোপেশ কুমার মন্ডল, কালিনগর, নড়াইল৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ