1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাকের পেছন থেকে উদ্ধার করা অভিবাসীরা গায়েব

১৯ সেপ্টেম্বর ২০১৭

শনিবার জার্মানির আইজেনহ্যোটেনস্টাড শহরে একটি ট্রাকের পেছন থেকে উদ্ধার করা ৫১ ইরাকি শরণার্থীদের প্রায় সবাই গায়েব হয়ে গেছেন৷ তারা অন্য কোনো শরণার্থী কেন্দ্রে নিবন্ধন করেছেন কিনা তা দেখার অপেক্ষায় আছেন সরকারি কর্মকর্তারা৷

https://p.dw.com/p/2kFKj
ছবি: picture-alliance/dpa/P. Pleul

শনিবার জার্মানির আইজেনহ্যোটেনস্টাড শহরে একটি ট্রাকের পেছন থেকে উদ্ধার করা ৫১ ইরাকি শরণার্থীদের প্রায় সবাই গায়েব হয়ে গেছেন৷ তারা অন্য কোনো শরণার্থী কেন্দ্রে নিবন্ধন করেছেন কিনা এখন তা দেখার অপেক্ষায় আছেন সরকারি কর্মকর্তারা৷

উধাও হয়ে যাওয়া শরণার্থীদের ইতোমধ্যে জার্মানিতে অবস্থানরত তাদের আত্মীয়রা আইজেনহ্যোটেনস্টাড থেকে গাড়িতে করে নিয়ে গেছেন বলে জানান শহরের শরণার্থী কেন্দ্রের প্রধান ফ্রাঙ্ক ন্যুরেনব্যার্গার৷ ঠিক কখন তাদের শরণার্থী কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়েছে, তা জানা যায়নি৷ তবে বিলেফেল্ড শহরের নম্বরপ্লেটযুক্ত গাড়িতে করে তাদের নেয়া হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে৷

ট্রাকের পেছন থেকে উদ্ধার করাদের মধ্য থেকে মাত্র দু'জন শরণার্থী এখনো শহরের শরণার্থী শিবিরে রয়েছেন৷

Starting a new life in Germany

জার্মান পুলিশ গত শনিবার একটি ট্রাকের পেছন থেকে ৫১ অভিবাসীকে উদ্ধার করে৷ তাদের মধ্যে ১৭ জন শিশুও ছিল৷ পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি অঞ্চলে একটি তুর্কি ট্রাক থেকে তাদের উদ্ধার করা হয়৷ উদ্ধার করার সময় তারা অত্যন্ত তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলেন৷ কেউ কেউ ডিহাইড্রেশনেও ভুগছিলেন৷ অভিবাসীদের উদ্ধারের পর আইজেনহ্যোটেনস্টাড শহরের শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়৷ ট্রাকটির ৪৬-বছর বয়সি তুর্কি চালককে আটক করা হয়৷

তদন্তকারীরা মনে করছেন, উদ্ধারকৃতরা কার্যত জার্মান-পোল্যান্ড সীমান্তে চলমান মানবপাচারের একটি ছোট অংশ৷ অন্যান্য মানবপাচারের ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে৷ কয়েকদিন আগে, আরেক ঘটনায় ৪০ ইরাকি শরণার্থীকে আটক করে পুলিশ৷তারা অবৈধভাবে পোল্যান্ড থেকে জার্মানিতে প্রবেশ করেছিলেন৷ জার্মানির কেন্দ্রীয় পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছর এখন অবধি ২,৬০০ শরণার্থী চেক প্রজাতন্ত্রের সীমান্ত দিয়ে অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করেছে৷ আর পোল্যান্ড থেকে প্রবেশ করেছে ১,৪০০ শরণার্থী৷ এই সংখ্যা অনেক হলেও তা আগের দু'বছর যে পরিমাণ শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছে তার তুলনায় বেশি নয়৷

 

ডেভিড মার্টিন / এআই 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য