1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন আফ্রিদি

১৭ জুলাই ২০১০

এর আগে ২০০৬ সালেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে এবার বোধহয় টেস্ট ক্রিকেটকে চুড়ান্তভাবে গুডবাই জানালেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি৷ যাওয়ার আগে স্বীকারও করেছেন, টেস্ট ক্রিকেট তাঁর জন্য নয়৷

https://p.dw.com/p/ONjS
Shahid Afridi
শহীদ আফ্রিদিছবি: AP

লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দেড়শ রানে পরাজিত হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন আফ্রিদি৷ তবে তাঁর টেস্ট অধিনায়ক হওয়া নিয়ে বেশ বিতর্ক রয়েছে৷ কারণ গত চার বছরে এই প্রথম টেস্ট খেললেন মারকুটে এই ব্যাটসম্যান৷ ম্যাচে তেমন কিছু করতেও পারেননি৷ বরং মারমুখো খেলতে গিয়ে আউট হয়েছেন৷ টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, কেবল দলের কথা ভেবেই তিনি বোর্ডের সিদ্ধান্তে রাজি হয়েছেন৷ তবে বোর্ডের সিদ্ধান্ত মেনে নিলেও তাতে যে দলের কোন লাভ হচ্ছে না তা খুব দ্রুতই বুঝে ফেলেছেন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক৷

Pakistan cricket team captain Shahid Afridi, Australia captain Ricky Ponting
মাত্র এক ম্যাচের জন্য টেস্ট অধিনায়ক হয়েছিলেন আফ্রিদিছবি: AP

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় নিজ থেকেই আফ্রিদি স্বীকার করে নিলেন যে আসলে টেস্ট ক্রিকেটটা তাঁর জন্য নয়৷ তিনি বলেন, এই ধরণের টেম্পারামেন্ট নিয়ে আমি টেস্ট ক্রিকেট খেলতে পারবো না৷ তার চেয়ে ভালো আমার জায়গায় কোন জেনুইন ব্যাটসম্যান কিংবা বোলার আসুক৷ মাত্র এক ম্যাচের জন্য হুট করে টেস্ট অধিনায়ক হওয়ার ব্যাপারে আফ্রিদির ব্যাখ্যা, আসলে আমার খুব একটা আগ্রহ ছিল না৷ তবে বোর্ডের আর কোন উপায়ও ছিল না৷ তাই আমি এই দায়িত্ব নিয়েছিলাম৷ আমি টেস্ট ক্রিকেট খুব একটা উপভোগ করছি না৷

এদিকে সহ অধিনায়ক সালমান বাটের ওপর পরবর্তী টেস্ট ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব পড়তে যাচ্ছে বলে জানা গেছে৷ আগামী বুধবার থেকে হেডিংলিতে শুরু হচ্ছে এই ম্যাচ৷ সালমান বাটের বেশ প্রশংসা করেছেন শহীদ আফ্রিদি৷ বাটকে নিয়ে তারঁ মন্তব্য, বাট যেভাবে তাঁর পরিণত মানসিকতা দেখাচ্ছে, তাতে এই দায়িত্বের জন্য ও সত্যিই উপযুক্ত৷

উল্লেখ্য, ২৭টি টেস্ট খেলে ৩৬.৫১ গড়ে শহীদ আফ্রিদির সংগ্রহ করেছেন ১৭১৬ রান৷ পাঁচটি সেঞ্চুরিও রয়েছে তাঁর৷ বোলিং করে পেয়েছেন ৪৮ টি উইকেট৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়