1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইটারে আলোচনায় বাংলাদেশ, তবে ইতিবাচক অর্থে নয়

২৩ এপ্রিল ২০১৫

টুইটারে আজ আলোচনায় ঘুরেফিরে আসছে বাংলাদেশের কথা৷ না কোনো ইতিবাচক অর্থে নয়৷ রানাপ্লাজার দু'বছরে পূর্তিতে মাইক্রো ব্লগ সাইটটিতে অনেকেই পোস্ট করছেন বিভিন্ন তথ্য, ছবি৷ উদ্দেশ্য সচেতনতা সৃষ্টি৷

https://p.dw.com/p/1FDY6
Bangladesch Textilfabrik Jahrestag Rana
ছবি: DW/M. Mamun

দুই বছর আগে ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে পড়ে৷ এতে প্রাণ হারান ১,১০০ জনের বেশি পোশাক শ্রমিক৷ সেই দুর্ঘটনার পর শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে গোটা বিশ্বে আলোচনার ঝড় ওঠে৷ বিশেষ করে সেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলা হয়, যারা কিনা রানা প্লাজায় থাকা পোশাক কারখানায় কাপড় তৈরি করতো৷

রানা প্লাজা ধসের দুই বছর স্মরণ করতে টুইটারে বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে৷ ইংরেজিতে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন সেলফি পোস্ট করতে অনুরোধ জানানো হচ্ছে৷ সেলফিতে অবশ্যই পরিধেয় পোশাকের ট্যাগটি দেখা যেতে হবে৷ এরপর ফেসবুক বা টুইটারে সেই ছবিটি পোস্ট করার সময় ব্যবহার করতে হবে #হুমেডমাইক্লথস হ্যাশট্যাগ৷ পোশাক শ্রমিকদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ এজন্য ‘ফ্যাশন রেভ্যুলেশন' এর সংক্ষিপ্ত রূপ দিয়ে তৈরি হ্যাশগ্যাট #ফ্যাশরেভ ও ব্যবহার করা হচ্ছে৷

বলাবাহুল্য, রানা প্লাজা ধসের পর দু'বছর পেরিয়ে গেলেও এখনো অনেক শ্রমিক ন্যায্য ক্ষতিপূরণ পাননি৷ যেসব আন্তর্জাতিক পোশাক নির্মাতা ব্র্যান্ড সেখানে কাপড় তৈরি করেছিল, তাদের মধ্যে কেউ কেউ সেই দুর্ঘটনার মাশুল চুকাতে গড়িমসি করছেন৷ আর একথা গোটা বিশ্বকে জানানো হচ্ছে ইংরেজিতে #পেআপ হ্যাশট্যাগ ব্যবহার করে৷

উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস পোশাক খাত৷ বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ডগুলো সেদেশে পোশাক প্রস্তুত করে৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য