1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টানা চার বছর সবচেয়ে ক্ষমতাধর নারী ম্যার্কেল

২১ আগস্ট ২০০৯

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় টানা চার বছর শীর্ষে থাকলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস এই তালিকা প্রকাশ করে থাকে৷ তালিকায় নতুন এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷

https://p.dw.com/p/JFXF
জার্মান চ্যান্সেলর আঙ্গেল ম্যার্কেল (ফাইল ফটো)ছবি: AP

প্রতি বছর বিশ্বের ক্ষমতাধর একশো জন নারীর একটি তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস ম্যাগাজিন৷ অর্থনৈতিক প্রভাব, গণমাধ্যমের প্রচারণা এবং ক্যারিয়ার, এই বিষয়গুলোর ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরী করা হয়ে থাকে৷ গত তিন বছর ধরে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ এবারও তিনি তার শীর্ষ স্থান ধরে রেখেছেন৷ আগামী ২৭শে সেপ্টেম্বর জার্মানির নির্বাচনে আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর৷ তাই সামনের বছরগুলোতেও সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে তাঁরই থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ এবছর তালিকায় নতুন এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ তাঁর অবস্থান ৪০এ৷ হোয়াইট হাউসে যাওয়ার আগে থেকেই মিশেল ওবামার বাস্তববাদী চিন্তাধারা এবং ফ্যাশন সচেতনতা সবার নজর কাড়ে৷ অপরদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন এবার রয়েছেন ৩৬ নম্বরে৷ গত বছর প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন লড়াই চালানোর সময় তার অবস্থান ছিল ২৮এ৷ অপরদিকে তাঁর পূর্বসুরী কন্ডোলিজ্জা রাইস এবার তালিকাতেই নেই৷ মার্কিন হাউস অব রেপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি রয়েছেন ৩৫ নম্বর স্থানে৷

Vogue Cover von März 2009 mit First Lady Michelle Obama auf dem Titel
ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাছবি: AP

এদিকে গত বছরের মত এবছরও ক্ষমতাধর নারীদের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন মার্কিন ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রধান শেইলা বেয়ার৷ মার্কিন অর্থনীতিতে যে মন্দা চলছে তার কারণে তাঁর অবস্থানটি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ পেপসি কোম্পানির প্রধান নির্বাহি ইন্দ্রা নুয়ি, এ্যাংলো এ্যামেরিকান কোম্পানির প্রধান নির্বাহি সিনথিয়া ক্যারোল,এঁরাও তালিকায় আছেন৷ দু'টি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের৷

ফোর্বস ম্যাগাজিনের এই তালিকাতে জায়গা পেয়েছে দক্ষিণ এশিয়াও৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা এই তালিকার ৭৮তম জায়গাটিতে স্থান করে নিয়েছেন৷ ভারতের কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গান্ধী রয়েছেন ত্রয়োদশ স্থানে৷ এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনার নভি পিল্লাই রয়েছেন ৭৮তম স্থানে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী