1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়ের নেশায় বুঁদ বায়ার্ন, লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ

১৫ সেপ্টেম্বর ২০১১

বুন্ডেসলিগায় ধারাবাহিক সাফল্যের পর বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ’এর লক্ষ্যে শুভযাত্রা শুরু করলো ভিলারেয়াল’কে ২-০ গোলে হারিয়ে৷ রবিবার বায়ার্নের প্রতিপক্ষ শালকে৷

https://p.dw.com/p/12Znq
খেলার একটি দৃশ্যছবি: dapd

বুধবার সন্ধ্যায় ভিলারেয়াল'কে ২-০ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ পর-পর অনেকগুলি ম্যাচে গোল না-খাওয়ার ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পেরেছে৷ চ্যাম্পিয়নস লিগের দৌড়ের শুরুতেই এমন বিজয় বায়ার্ন দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে৷ তার উপর বিদেশের মাটিতে এমন জয় আনন্দের বাড়তি মাত্রা এনে দিয়েছে৷

আপাতত দলের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্যায়ে পৌঁছানো৷ কিন্তু আগামী রবিবার শালকে'র বিরুদ্ধে ম্যাচ যে অত সহজে জেতা যাবে না, সেবিষয়ে বায়ার্ন বেশ সচেতন৷ তার উপর গোলকিপার মানুয়েল নয়ার'এর কাছে বিষয়টি বেশ আবেগের কারণ হয়ে উঠতে পারে৷ বহুকাল শালকে'র হয়ে খেলার পর এবার গোলপোস্টের সামনে সেই দলকেই রুখতে হবে নয়ার'কে৷

Sport Fussball Champions League FC Villarreal gegen FC Bayern München Flash-Galerie
জয়ের পরছবি: dapd

সপ্তাহ দুয়েক আগে নয়ার যখন জাতীয় দলের খেলোয়াড় হিসেবে শালকে'র গেলজেনকির্শেন স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলেছিলেন, তখন দর্শকরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছিল৷ কিন্তু রবিবার শালকে'র বিরুদ্ধে ম্যাচে সেই উদার মনোভাব যে বজায় থাকবে না, এবিষয়ে নয়ার বেশ সচেতন৷ কারণ শালকে'র অনেক ভক্তই নয়ার'এর বায়ার্ন চলে যাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখে নি৷

চ্যাম্পিয়নস লিগের চলতি মরশুমের শুরুতেই বায়ার্ন মিউনিখ জয়ের মুখ দেখেছে ঠিকই, কিন্তু কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে ক্রীড়া পর্যবেক্ষকরা প্রশ্ন তুলছেন৷ যেমন স্ট্রাইকার মারিও গোমেস এই ম্যাচে গোল করতে পারেন নি৷ তাছাড়া গোলকিপার নয়ার বেশ কিছু ভুল করেছেন৷ তবে বুন্ডেসলিগায় পর পর এতগুলি সাফল্যের পর টিম হিসেবে বায়ার্ন'এর খেলোয়াড়রা যে বেশ পরিণত বুদ্ধির পরিচয় দিচ্ছেন, সেবিষয়ে তেমন কোনো সন্দেহ নেই৷ গোমেসকে সঠিক জায়গায় খেলানো এখন এক বড় চ্যালেঞ্জ৷ কারণ চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে স্ট্রাইকার হিসেবে তাকে ঠিক জায়গায় পাওয়া যায় নি, যেখানে বাকিরা তার পায়ে বল ঠেলে দিতে পারে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক