‘জোর করে এবারো আওয়ামী লীগই জিতবে' | পাঠক ভাবনা | DW | 25.05.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জোর করে এবারো আওয়ামী লীগই জিতবে'

‘গণতন্ত্র মানে সমান অধিকার কিন্তু এদেশে এখন শুধুমাত্র একটা দলের অধিকার'- বাংলাদেশে আজকের পৌর নির্বাচন সম্পর্কে ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য করেছেন একজন পাঠক৷ প্রায় একই মন্তব্য করেছেন আরো অনেকে৷

পৌর নির্বাচন সম্পর্কে পাঠক জুবায়ের আহমেদ আমাদের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘এখন নির্বাচন হচ্ছে না, হচ্ছে নির্বাসন, কেন্দ্র দখল ইত্যাদি, সবখানে আওয়ামী দখলদারি চলছে৷''

আর আলমগীর কবির ভুঞা জানিয়েছেন, বাংলাদেশে এখন যা হয় এটা কোনোভাবে সুস্থ নির্বাচন না৷ গণতন্ত্র মানে সবার সমান অধিকার, কিন্তু বাংলাদেশে এখন শুধুমাত্র একটা দলের অধিকার৷''

আগের ধাপের নির্বাচনগুলোর মতো এই নির্বাচনেও সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা এ সম্পর্কে একটু মজা করেই ফয়সাল আহমেদ তাঁর নিজের মতামত তুলে ধরতে গিয়ে লিখেছেন,

‘‘সহিংসতা মানে? আগে কি সহিংসতা হয়েছিল? সরকার তো তখন বলেছে, ‘রীতিমতো অবাধ নিরপেক্ষ ভোট হয়েছে৷' আসলে সত্যি বলতে কি আজকাল মিথ্যা বলাটাও একটা রোল মডেল হয়ে পড়েছে৷''

পৌর নির্বাচন সম্পর্কে সাহাদাত হোসেন বলেছেন, ‘‘ জোর করে এবারো আওয়ামী লীগই জিতবে৷'' আর পাঠক সাহাদাত হোসেনের কথার জের ধরে মনির হোসেন লিখেছেন, ‘‘জিতবে কি, জিতেই তো আছে৷''

মোহাম্মদ রবিনেরও প্রায় একই মত, অর্থাৎ সবগুলোতে আওয়ামী লীগই জিতবে৷

‘‘সরকার, এই নিবাচনের নামে নাটক না করলেও পারতো-'' অনেকটা নিরুপায় হয়েই মনে হয় এই মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের পাঠকবন্ধু নাঈম মাহমুদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন