1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ের সরকারি ওয়েবসাইটে উইকিলিক্স সমর্থকদের হামলা

৫ জানুয়ারি ২০১১

উইকিলিক্স সমর্থকরা বসে নেই৷ যে বা যারা এই ওয়েবসাইটের বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধেই লাগছে সমর্থকরা৷

https://p.dw.com/p/ztfs
ছবি: picture-alliance/dpa

সম্প্রতি তারা হামলা করেছে জিম্বাবোয়ে সরকারের ওয়েবসাইট ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল জানু-পিএফ এর ওয়েবসাইটে৷ কারণ, মুগাবের স্ত্রীর বিরুদ্ধে উইকিলিক্সে প্রকাশিত তথ্য জিম্বাবোয়ের একটি সংবাদপত্রে বের হওয়ায় ঐ পত্রিকাকে ১৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে৷ উইকিলিক্সের সমর্থকদের বক্তব্য, এটা উইকিলিক্সেরই বিরোধিতা করা৷ উল্লেখ্য, উইকিলিক্সে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মুগাবের স্ত্রী ডায়মন্ডের খনি থেকে প্রচুর লাভ করেছেন৷

এরপর সমর্থকদের লক্ষ্য হয়েছে তিউনিশিয়ার সরকার৷ প্রায় সাতটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে তারা৷ কারণ দেশটিতে দিন দিন বেড়ে যাচ্ছে বেকারের সংখ্যা৷ ফলে কিছুদিন আগে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা৷ এছাড়া দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতার উপরেও প্রায় হস্তক্ষেপ করা হয়৷ এসব ঘটনার প্রতিবাদে শিল্প মন্ত্রণালয় ও শেয়ার মার্কেটের ওয়েবসাইট সহ বিভিন্ন ওয়েবসাইটে হামলা চালায় উইকিলিক্স সমর্থকরা৷

সম্প্রতি উইকিলিক্সে বেশ কিছু মার্কিন গোপন নথি প্রকাশিত হয়েছে৷ যেটা মার্কিন সরকার পছন্দ করেনি৷ ফলে অ্যামেরিকা উঠে পড়ে লাগে উইকিলিক্সের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্যে৷ তখন থেকেই ঘটতে থাকে একের পর এক ঘটনা৷ মার্কিন নীতি সমর্থন করে এমন প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ডও উইকিলিক্সের অর্থ ছাড় বন্ধ করে দেয়৷ ফলে ঐ দুই ওয়েবসাইটেও হামলা চালায় উইকিলিক্স সমর্থকরা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: ফাহমিদা সুলতানা