1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা সাহিত্য চর্চা

৬ জানুয়ারি ২০১৩

জার্মানির হামবুর্গ শহরে বসবাসকারী বাংলাদেশিরা বিজয় দিবস উপলক্ষ্যে ‘জাগরণ’ নামের একটি পত্রিকা প্রকাশ করেছেন৷ এখন থেকে বাংলাদেশের বিশেষ দিনগুলোকে উপলক্ষ্য করে পত্রিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/17Ecu
ছবি: Privat

পত্রিকাটি প্রকাশের সঙ্গে জড়িত হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম মাহমুদ জানান, গত বছর তাঁরা হামবুর্গের বাংলাদেশিরা মিলে একটি সংগঠন তৈরি করেন যার নাম ‘জাগরণ জার্মান-বাংলাদেশ সমিতি, হামবুর্গ'৷ মূলত তিনটি লক্ষ্যকে সামনে রেখে এই সমিতি গঠন করা হয়৷ এক, বাংলাদেশের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা করা; দুই, পরবর্তী প্রজন্ম যারা জার্মানিতে বাস করছে তাদের মধ্যে বাংলাদেশের কৃষ্টি ছড়িয়ে দেয়া, এবং তিন, বিদেশিদের কাছে বাংলাদেশের একটি ইতিবাচক ইমেজ তুলে ধরা৷

Shameem Mahmud
হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম মাহমুদছবি: Privat

এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে দুটি কার্যক্রম হাতে নেয়ার কথা জানালেন শামীম মাহমুদ৷ এর একটা বাংলা ভাষায় পত্রিকা বের করা৷ বিজয় দিবস উপলক্ষ্যে হামবুর্গের বাঙালিরা ‘জাগরণ' পত্রিকার প্রথম সংখ্যাটি বের করেছে৷ এতে গল্প, কবিতা ছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা রয়েছে৷ মাহমুদ বলেন, জার্মানিতে অনেক বছর বাস করার পরও অনেকের লেখা ছিল বেশ সহজ ও প্রাঞ্জল, যা খুবই উৎসাহব্যাঞ্জক৷

পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষ্যেও পত্রিকাটি বের হবে বলে জানালেন শামীম মাহমুদ৷

Interview - MP3-Mono

বাংলা স্কুল চালু প্রসঙ্গে তিনি জানান, হামবুর্গে যেসব বাংলাদেশি বাস করছেন তাঁদের সন্তাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই এই স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে৷ এখন সিলেবাস তৈরির কাজ চলছে৷ খুব শিগগিরই তা চালু হতে পারে বলে জানালেন তিনি৷ 

আর শামীম মাহমুদ জানান, অধিকাংশ জার্মান নাগরিকের বাংলাদেশ সম্পর্কে কোনো ভাল ধারণা নেই৷ এছাড়া বাংলাদেশের মহান একুশে যে এখন আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে তাও জানা নেই অনেকের৷ তাই সামনে ফেব্রুয়ারিতে সংগঠনের পক্ষ থেকে মাতৃভাষা দিবস পালন উৎসবে বাঙালি ছাড়াও পরিচিত জার্মানদের আমন্ত্রণ জানানো হবে৷ পহেলা বৈশাখের অনুষ্ঠানেও তাদের নিয়ে আসা হবে৷ এভাবে তাদের কাছে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য