1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির পরিবেশবাদী সবুজ দলের পঁচিশ বছর

আবদুস সাত্তার১৩ জানুয়ারি ২০০৫

জার্মানির সবুজ দল পঁচিশ বছর পর এখন ইউরোপের সবচেয়ে শক্তিশালী পরিবেশবাদী দলে পরিণত হয়েছে এবং ইতিমধ্যে উচচ পেশাগত রাজনৈতিক পার্টি হিসেবে সংগঠিত হয়েছে৷ প্রতিষ্ঠার প্রথম দিকে অনেকেই আশংকা প্রকাশ করেছিলেন যে, দলটি কখনও সরকারে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করতে পারবে না৷ কিন্তু তাঁদের সেই

https://p.dw.com/p/DPyb
ছবি: AP

��শংকা ব্যর্থ প্রমাণ করে দলটি এখন বর্তমান কোয়ালিশন সরকারের ক্ষুদ্র অংশীদার৷

১৯৮০ সালের জানুয়ারী মাসে জার্মানির পরিবেশবাদী সবুজ দল প্রতিষ্ঠিত হয়৷ তাই এই মাসের প্রথমদিকে বর্তমান কোয়ালিশন সরকারের শরীক দলটি একটি রুটিন বৈঠকে মিলিত হল৷ মাসের শেষের দিকে দলটি তার পঁচিশতম বর্ষপূর্তি স্মরণ করবে একটি আলোচনা সভার মাধ্যমে৷

পঁচিশ বছর আগে সবুজ দলটি প্রতিষ্ঠা করেন তদানীন্তন তরুন সবুজবাদী চরমপন্থীরা, অতি বামপন্থীরা৷ কিন্তু পঁচিশ বছর পর দলটির সেই পরিচয় এখন আর নেই৷ দলটি এখন কোয়ালিশন সরকারের অংশীদার৷

সবুজ দলের জনপ্রিয়তা অব্যাহত রয়েছে৷ এর প্রমাণ পাওয়া যায় বিভিন্ন সমীক্ষায়৷ ঐসব সমীক্ষায় দেখা গেছে, সবুজ দলের প্রতি রয়েছে দশ শতাংশ মানুষের সমর্থন৷ সবুজ দলীয় পররাষ্ট্রমন্ত্রী ইয়োশকা ফিশার গত বেশ কয়েক বছর ধরে জার্মানির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ৷ পরিবেশবাদী দলটি ইতিমধ্যে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে৷ প্রতিষ্ঠার সময় যা কেউ কল্পনাই করে নি৷

জার্মানির আর কোন পার্টিতে সবুজ দলের মত এত অল্প সময়ের মধ্যে এত পরিবর্তন ঘটে নি৷ বিদেশে জার্মান সৈন্য মোতায়েনের সম্পূর্ণ বিরোধী ছিল দলটি৷ কিন্তু বর্তমানে দলটি এর পক্ষে৷ এক সময় এই পার্টি পরিচিত ছিল পার্টি-বিরোধী পার্টি হিসেবে৷ কিন্তু সেই পরিচয় মুছে ফেলেছে এখন দলটি৷

সবুজ দলের জন্মলগ্নে যাঁরা ছিলেন তরুন তাঁদের এখন বয়স বেড়েছে৷ তাই তাঁদের চরমপন্থী মনোভাবেরও পরিবর্তন ঘটেছে৷ এর ফলে দলটি লাভবান হয়েছে৷ সবুজ দল বেশ দ্রুততার সঙ্গেই সংসদে প্রবেশ করে৷ দলটি জার্মানির বাস্তবতা অনুযায়ী এগিয়ে যেতে থাকে প্রথম দিকের নীতিমালা বিসর্জন দিয়ে৷ ফলে সবুজ দল তার প্রতি বহু সহানুভূতশীল সমর্থক হারায়৷ অবশ্য বেশ কিছু সমর্থক অর্জনও করে আবার দলটি৷

সবুজ দলের আমুল পরিবর্তনের পেছনে যাঁর অবদান সবচেয়ে বেশি তিনি হলেন ইয়োশকা ফিশার৷ এক সময়ের পথ সংগ্রামী, বিকল্প পুস্তক ব্যবসায়ী এবং ট্যাক্সী চালক আজ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর সবচেয়ে প্রবীন পররাষ্ট্রমন্ত্রী৷

সবুজ দলের জন্মের আগে জার্মানিতে ছিল বেশ কিছু গোষ্ঠী৷ যেমন মহিলা, পরিবেশ সংরক্ষণ ও শান্তিগোষ্ঠী৷ এই গোষ্ঠীগুলোর সদস্যরা সবুজ দলের সদস্য হন এবং পরে তাঁরা জার্মান সমাজের সঙ্গে মিশে যান এমনভাবে- যা প্রথমে ভাবা যায় নি৷ আর এঁরা সবাই হলেন প্রকৃত গণতন্ত্রী৷ এর ফলে দলটি বিশেষ লাভবান হয়েছে৷ দলটির অব্যাহত জনপ্রিয়তার কারণ এটাই৷