1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাজ শিল্পের প্রদর্শনীতে বাংলাদেশ

১০ সেপ্টেম্বর ২০১২

জার্মানিতে অনুষ্ঠিত হলো বিশ্বের বৃহত্তম জাহাজ শিল্পের প্রদর্শনী এসএমএম৷ চারদিনব্যাপী এই জাহাজ শিল্পের মেলায় বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড’সহ বেশ কিছু জাহাজ তৈরির প্রতিষ্ঠান অংশ নিয়েছে৷

https://p.dw.com/p/165mA
Begleitet von Schleppern verlässt die "CMA CGM Christoph Colomb" am Freitag (30.03.2012) den Hafen von Hamburg und fährt auf der Elbe in Richtung Nordsee. Das Flaggschiff der französischen Reederei CMA CGM ist eins der größten Containerschiffe weltweit und kann mit seiner Länge von 365,50 Metern bis zu 13 800 TEU-Standardcontainer transportieren. Foto: Christian Charisius dpa pixel
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ইতিমধ্যে জার্মানিকে আটটি জাহাজ তৈরি করে দিয়েছে৷ এতোদিন পর্যন্ত হামবুর্গের জাহাজ শিল্প মেলায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পর্যবেক্ষক হিসেবে আসলেও এবারের মেলায় তারা প্রথমবারের মতো একটি নিজস্ব প্রদর্শনী কেন্দ্রে তাদের কর্মতৎপরতা এবং দক্ষতার প্রদর্শনী করেছে৷ এছাড়া বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো'র নেতৃত্বে বাংলাদেশের আরো কিছু জাহাজ তৈরির প্রতিষ্ঠান এবারের হামবুর্গের মেলায় অংশ নেয়৷

হামবুর্গের এসএমএম-এ উপস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে এবারের মেলা সম্পর্কে বলেন, ‘‘এটিকে বিশ্বের জাহাজ শিল্পের সাথে জড়িত পেশাজীবীদের মিলন মেলা বলা যায়৷ দুই বছর পর পর হামবুর্গে এটি অনুষ্ঠিত হয়৷ এবার ২৫তম জাহাজ শিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে৷ এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে৷ এসব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে মেলায় উপস্থিত আছেন প্রায় নয় হাজার মানুষ৷ এখানে জাহাজ শিল্পের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও কারিগরি এবং প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরা হচ্ছে৷''

জার্মানির বন্দর নগরী হামবুর্গে অনুষ্ঠিত এবারের জাহাজ শিল্প মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এবং সাফল্য সম্পর্কে সাখাওয়াত হোসেন জানান, ‘‘আমরা ২০০৮ সাল থেকে এই শিল্প মেলা দেখতে আসলেও এবারই প্রথম ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর নামে নিজস্ব স্টল নিয়েছি৷ আমরা যেহেতু গত দু'বছর আটটি জাহাজ জার্মান মালিকের হাতে তুলে দিতে পেরেছি, তাই আমাদের সেই সাফল্যের পরবর্তী প্রতিক্রিয়া এবং বিশ্বের অন্যান্য দেশের কাছেও আমাদের সাফল্য ও দক্ষতার কথা তুলে ধরতেই আমাদের এবার স্টল নেওয়া৷ আমরা এর বেশ সুফল লক্ষ্য করছি৷ আমরা জাহাজ শিল্প তৈরি করতে গিয়ে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের ও আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মেলায় আমরা বিশ্বের দু'টো শীর্ষ পর্যায়ের সনদ পেয়েছি৷ এছাড়া আমাদের জাহাজের গুণগত মানের জন্য আমরা আগেই গ্যার্মানিশের লয়েড এর সনদ পেয়েছি৷ ফলে আমাদের প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষ পর্যায়ের একটি জাহাজ তৈরির প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা পাচ্ছে৷ এখন বিশ্বের বড় বড় দেশগুলো এবং জাহাজ শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে গ্রহণ করেছে৷ তারা আমাদের সাফল্যকেও সাধুবাদ জানিয়েছে৷ এই মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ শিল্প আগামীতে আরো এগিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি৷''

Interview of Shakhawat Hossain on SMM in Hamburg - MP3-Mono

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য